TRENDING:

Jeetu-Nabanita Divorce: মনোবিদের কাছে যাওয়ার চেয়ে এটার খরচই কম! বিচ্ছেদ ভুলতে শেষে কী করছেন নবনীতা?

Last Updated:

Jeetu-Nabanita Divorce: এবার নিজের সোশ্যাল মিডিয়ায় মানসিক স্বাস্থ্যের ইঙ্গিত দিলেন নায়িকা৷ সোশ্যাল মিডিয়ায় নয়া ছবি পোস্ট করে সকলকে চমকে দিলেন নায়িকা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: টলিপাড়ায় আজ সম্পর্ক জুড়ছে তো কাল ভাঙছে৷ এমন ঘটনা আকছারই ঘটে চলেছে৷ তেমনই জিতু-কমলের বিবাহ-বিচ্ছেদের ঘটনায় ভক্তদের সকলেরই মন ভেঙেছে৷ নবনীতা ও জিতুর দীর্ঘ চার বছরের দাম্পত্যে ভাঙনের খবরে ইতিমধ্যেই তোলপাড় টলিপাড়া থেকে সোশ্যাল মিডিয়া৷ বিচ্ছেদের খবর পাওয়ার পর থেকে তাদের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ ডিভোর্সের মামলাও দায়ের হয়ে গেছে৷ গত তিন মাস ধরেই আলাদা থাকছেন তারা৷
advertisement

এই মুহূর্তে শ্যুটিংয়ের জন্য লন্ডনে রয়েছেন জিতু কমল এবং নবনীতা রয়েছেন কলকাতায়৷ নতুন সিরিয়াল বিয়ের ফুল-এ শ্যুটিং নিয়ে ব্যস্ত৷ কেমন ভাবে সময় কাটছে নায়িকার, তা প্রতি মুহূর্তেই আপডেট দিচ্ছেন নায়িকা৷ অভিনেতা ও অভিনেত্রী দুজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় দিন-যাপনের ছবি শেয়ার করে চলেছেন৷ এবার নিজের সোশ্যাল মিডিয়ায় মানসিক স্বাস্থ্যের ইঙ্গিত দিলেন নায়িকা৷ সোশ্যাল মিডিয়ায় নয়া ছবি পোস্ট করে সকলকে চমকে দিলেন নায়িকা৷

advertisement

নিজের একগুচ্ছ ছবি পোস্ট করে নবনীতা ক্যাপশনে লেখেন-কখনও কখনও মনোবিদের কাছে যাওয়ার চেয়ে শপিং করার খরচ অনেক কম৷ আপাতত চুটিয়ে মন খুলে শপিং করছেন নায়িকা৷ তার ঝলকই ভক্তদের সঙ্গে শেয়ার করলেন নায়িকা৷ ট্রায়াল রুমে একাধিক পোশাক পরে পোজ দিয়েছেন নায়িকা৷ প্রতিটি ছবিতেই অনবদ্য লাগছে নবনীতা৷ ছবি পোস্ট করতেই নিমেষে ভাইরাল হয়েছে৷

advertisement

আরও পড়ুন-পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে! তাও কেন ধর্মেন্দ্রর সঙ্গে এক ছাদের তলায় থাকেন না, মুখ খুললেন হেমা

আরও পড়ুন-সমকামী হলেও নগ্ন হতে পারব না’, নার্গিসের মন্তব্যে তোলপাড় বি-টাউনে

দিনকয়েক আগেই অভিনেত্রী জানান,ডিভোর্সের সিদ্ধান্তটা পুরোটাই তাঁদের ব্যক্তিগত৷ এর মধ্যে কোনও তৃতীয় ব্যক্তির যোগ নেই৷ এমনকী কোনওরকমের প্রফেশনাল ইগোও নেই তাঁদের৷ ডিভোর্স হলেই যে তিক্ততা আসবে তেমন কোনও বিষয় নেই৷ বন্ধুত্বটা সবসময়েই থাকবে৷ স্বামী-স্ত্রী হিসেবে বোঝাপড়া না হলেও বন্ধু হিসেবে সারাজীবন একে অপরের পাশে থাকবেন বলে জানিয়েছেন নবনীতা৷ অভিনেত্রীর এই মন্তব্যের পর জোর চর্চা শুরু হয়েছে৷ তবে বারবার যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠছে, এমনটা যেন আর না হয় সেই আর্জি জানিয়েছেন নবনীতা৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Jeetu-Nabanita Divorce: মনোবিদের কাছে যাওয়ার চেয়ে এটার খরচই কম! বিচ্ছেদ ভুলতে শেষে কী করছেন নবনীতা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল