কোনও লুকোছাপা না করে সোশ্যাল মিডিয়ায় বিচ্ছেদের কথা জানিয়েছিলেন নবনীতা৷ তারপর একে অপরের উদ্দেশ্যে না নিয়ে চলছিল পোস্ট চালাচালি৷ তবে বেশ কিছুদিন ধরে তাদের বিচ্ছেদ নিয়ে একাধিক মন্তব্যে ভরে গিয়েছে৷ এবার ফেসবুক লাইভে এসে মুখ খুললেন টলি নায়িকা৷ কী কারণে তাদের বিচ্ছেদ হল, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ অবশেষ সবটা খোলসা করলেন নবনীতা৷
advertisement
ফেসবুক লাইভে এসে নবনীতা সাফ জানান, বিচ্ছেদ নিয়ে যে সমস্ত জিনিস হচ্ছে তা মোটেই ঠিক নয়৷ এমনকী শ্রাবন্তীকে নিয়ে যেভাবে জলঘোলা শুরু হয়েছে এটা মোটেও কাম্য নয়৷ বরং শ্রাবন্তীর সঙ্গে সুসম্পর্ক রয়েছে বলেই দাবি করেন নবনীতা৷ লন্ডনে একসঙ্গে সময় কাটানোর কথা তুলে ধরেন তিনি৷ পাশাপাশি এটাও বলেন জিতুর সঙ্গে শ্রাবন্তীর নাম জড়ানোটা কোনওভাবেই মেনে নিতে পারছে না৷ বারবার অভিনেত্রী বলেন,ডিভোর্সের সিদ্ধান্তটা পুরোটাই তাঁদের ব্যক্তিগত৷ এর মধ্যে কোনও তৃতীয় ব্যক্তির যোগ নেই৷ এমনকী কোনওরকমের প্রফেশনাল ইগোও নেই তাঁদের৷ ডিভোর্স হলেই যে তিক্ততা আসবে তেমন কোনও বিষয় নেই৷ বন্ধুত্বটা সবসময়েই থাকবে৷ স্বামী-স্ত্রী হিসেবে বোঝাপড়া না হলেও বন্ধু হিসেবে সারাজীবন একে অপরের পাশে থাকবেন বলে জানিয়েছেন নবনীতা৷ অভিনেত্রীর এই মন্তব্যের পর জোর চর্চা শুরু হয়েছে৷ তবে বারবার যে তৃতীয় ব্যক্তিকে নিয়ে প্রশ্ন উঠছে, এমনটা যেন আর না হয় সেই আর্জি জানিয়েছেন নবনীতা৷
আরও পড়ুন-সাতসকালেই মুম্বইয়ে ফিরলেন শাহরুখ, এখন কেমন আছেন বাদশা, ভিডিও ভাইরাল
আরও পড়ুন-আর দেরি নয়! ‘এখনই আমাকে বিয়ে করতে হবে’, ধর্মেন্দ্রকে কড়া হুমকি হেমার, তারপর যা ঘটেছিল…