Hema-Dharmendra: আর দেরি নয়! 'এখনই আমাকে বিয়ে করতে হবে', ধর্মেন্দ্রকে কড়া হুমকি হেমার, তারপর যা ঘটেছিল...

Last Updated:
Hema-Dharmendra: সিমি গারেওয়ালকে হেমা জানিয়েছিলেন,একদিন ধর্মেন্দ্রকে ডেকে বলি, তোমাকে এখনই বিয়ে করতে হবে আমাকে৷ তবে অভিনেতাও বলেছিল হ্যাঁ আমি তোমাকেই বিয়ে করব৷
1/5
বলিউডের জনপ্রিয় জুটি হেমা মালিনী ও ধর্মেন্দ্রর প্রেমকাহিনি যেন সিনেমার চিত্রনাট্য৷ তাদের প্রেমকাহিনি নিয়ে আজও চর্চা তুঙ্গে৷
বলিউডের জনপ্রিয় জুটি হেমা মালিনী ও ধর্মেন্দ্রর প্রেমকাহিনি যেন সিনেমার চিত্রনাট্য৷ তাদের প্রেমকাহিনি নিয়ে আজও চর্চা তুঙ্গে৷
advertisement
2/5
হেমা মালিনীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা আজও চলে আসছে৷ ড্রিম গার্ল যখন ধর্মেন্দ্রকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তখন অভিনেতা ইতিমধ্যেই বিবাহিত ছিলেন৷
হেমা মালিনীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা আজও চলে আসছে৷ ড্রিম গার্ল যখন ধর্মেন্দ্রকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তখন অভিনেতা ইতিমধ্যেই বিবাহিত ছিলেন৷
advertisement
3/5
সিমি গারেওয়ালকে হেমা জানিয়েছিলেন,বিবাহিত এবং দুই সন্তানের বাবা ধর্মেন্দ্রর প্রেমে পড়ে কতটা সমস্যার মধ্যে পড়েছিলেন৷ হেমার পরিবারেও পছন্দ ছিল না যে মেয়ে বিবাহিত অভিনেতার সঙ্গে ঘর বাঁধুক৷ তারপরও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন নায়িকা৷
সিমি গারেওয়ালকে হেমা জানিয়েছিলেন,বিবাহিত এবং দুই সন্তানের বাবা ধর্মেন্দ্রর প্রেমে পড়ে কতটা সমস্যার মধ্যে পড়েছিলেন৷ হেমার পরিবারেও পছন্দ ছিল না যে মেয়ে বিবাহিত অভিনেতার সঙ্গে ঘর বাঁধুক৷ তারপরও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন নায়িকা৷
advertisement
4/5
হেমা আরও জানান, আমরা দীর্ঘদিন ধরেই একসঙ্গে ছিলাম এবং এতটাই কাছাকাছি ছিলাম যে হঠাৎ করে অন্য কাউকে বিয়ে করাটা কোনওমতেই সম্ভব ছুল না৷ তাই একদিন ধর্মেন্দ্রকে ডেকে বলি, তোমাকে এখনই বিয়ে করতে হবে আমাকে৷ তবে অভিনেতাও বলেছিল হ্যাঁ আমি তোমাকেই বিয়ে করব৷
হেমা আরও জানান, আমরা দীর্ঘদিন ধরেই একসঙ্গে ছিলাম এবং এতটাই কাছাকাছি ছিলাম যে হঠাৎ করে অন্য কাউকে বিয়ে করাটা কোনওমতেই সম্ভব ছুল না৷ তাই একদিন ধর্মেন্দ্রকে ডেকে বলি, তোমাকে এখনই বিয়ে করতে হবে আমাকে৷ তবে অভিনেতাও বলেছিল হ্যাঁ আমি তোমাকেই বিয়ে করব৷
advertisement
5/5
প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র৷ তবে বিয়ে করার পর থেকে হেমা বরাবরই ধর্মেন্দ্রর প্রথম পরিবার থেকে দূরে থেকেছেন৷ ১৯৮০ সালে ২ রা মে বিয়ে করেন হেমা ও ধর্মেন্দ্র৷ আপাতত দুই মেয়েকে নিয়ে হেমা ও ধর্মেন্দ্রর সুখের পরিবার৷
প্রকাশ কৌরকে ডিভোর্স না দিয়েই হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র৷ তবে বিয়ে করার পর থেকে হেমা বরাবরই ধর্মেন্দ্রর প্রথম পরিবার থেকে দূরে থেকেছেন৷ ১৯৮০ সালে ২ রা মে বিয়ে করেন হেমা ও ধর্মেন্দ্র৷ আপাতত দুই মেয়েকে নিয়ে হেমা ও ধর্মেন্দ্রর সুখের পরিবার৷
advertisement
advertisement
advertisement