Shah Rukh Khan: সাতসকালেই মুম্বইয়ে ফিরলেন শাহরুখ, এখন কেমন আছেন বাদশা, ভিডিও ভাইরাল

Last Updated:

Shah Rukh Khan: বুধবার সাতসকালেই মুম্বই এয়ারপোর্টে দেখা গেল কিং খানের৷ বাদশাকে মুম্বইতে দেখা মাত্রই একটু হলেও চিন্তা কমেছে ভক্তদের৷

মুম্বই: শাহরুখ খানকে নিয়ে ভক্তদের উত্তেজনা সর্বদাই তুঙ্গে থাকে৷ গতকাল মঙ্গলবারই বাদশার অসুস্থতার খবর প্রকাশ্যে এসেছে৷ খবর শুনে সকলেই চিন্তায় পড়েছেন৷ তবে বুধবার সাতসকালেই মুম্বই এয়ারপোর্টে দেখা গেল কিং খানের৷ বাদশাকে মুম্বইতে দেখা মাত্রই একটু হলেও চিন্তা কমেছে ভক্তদের৷
সকালবেলা মুম্বই এয়ারপোর্টে দেখা গেল বলিউডের বাদশাকে৷ নীল রঙের হুডি,ডেনিম ট্রাউজার চোখে সানগ্লাস, মাথায় কালো টুপি পরে এয়ারপোর্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠতে দেখা গেছে শাহরুখকে৷ তবে শাহরুখ একা নন, এদিন শাহরুখের পাশে দেখা গেছে স্ত্রী গৌরী খান এবং ছোট ছেলে আব্রামকে৷ গাড়িতে ওঠার আগে পাপারাৎজিদের দিকে তাকিয়ে হাতও নাড়েন বাদশা৷ শাহরুখকে দেখা মাত্রই ছবি ও ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷
advertisement
advertisement
advertisement
গতকালই শাহরুখের চোট লাগার খবর প্রকাশ্যে আসে৷ এখন কেমন আছেন শাহরুখ,তা জানতে মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ বুধবার সকালে সুপারস্টারকে বিমানবন্দর থেকে ভালভাবেই বেরিয়ে যেতে দেখা গেছে৷ শুধু তাই নয়, শাহরুখের নাকে কোনও সার্জারির চিহ্নও দেখা যায়নি৷ তারপর থেকে দুর্ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে৷ ঠিক কী ঘটেছিল? মঙ্গলবারই প্রতিবেদন সূত্রে জানা গেছিল, লস অ্যাঞ্জেলসে একটি প্রজেক্টের জন্য শ্যুটিং করছিলেন বাদশা৷ সেখানেই নাকি নাকে চোট পান অভিনেতা৷ তারপরই শুরু হয় রক্তক্ষরণ৷ সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
advertisement
তারপরই হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়, খুব বড় কোনও ক্ষতি হয়নি৷ তবে রক্তপাত বন্ধ করার জন্য অস্ত্রোপচার করতে হবে৷ তারপর নানা খবর রটে যায় মুহূর্তের মধ্যে৷ তবে বুধবার সকালেই আমেরিকা থেকে মুম্বইতে ফিরেছেন বলিউডের বাদশা শাহরুখ খান৷ ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে এই মুহূর্তে একগুচ্ছ কাজ রয়েছে কিং খানের৷ চলতি মাসের সেপ্টেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছেন ‘জওয়ান’-এর৷ এছাড়াও রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’- ছবিতেও প্রথমবার তাপসী পান্নুর সঙ্গে দেখা যাবে বাদশাকে৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: সাতসকালেই মুম্বইয়ে ফিরলেন শাহরুখ, এখন কেমন আছেন বাদশা, ভিডিও ভাইরাল
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement