Bigg Boss OTT 2: চুমু খাওয়াই কি কাল হল আকাঙ্খার? বিগ বসে ঘরে যা হল ভাবতে পারবেন না

Last Updated:
Bigg Boss OTT 2: চুম্বন করে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন জাদ হাদিদ ও আকাঙ্খা পুরী৷ বিগ বসের ঘরে মাত্র দুই সপ্তাহের মধ্যেই জার্নি শেষ হল আকাঙ্খা পুরীর৷
1/5
বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে ক্যামেরার সামনেই একে অপরকে চুম্বন করে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন জাদ হাদিদ ও আকাঙ্খা পুরী৷ ইতিমধ্যেই এই চুম্বন এখন 'টক অফ দ্য টাউন'৷
বিগ বস ওটিটির দ্বিতীয় সিজনে ক্যামেরার সামনেই একে অপরকে চুম্বন করে সমস্ত লাইমলাইট কেড়ে নিয়েছেন জাদ হাদিদ ও আকাঙ্খা পুরী৷ ইতিমধ্যেই এই চুম্বন এখন 'টক অফ দ্য টাউন'৷
advertisement
2/5
এই চুম্বন নিয়ে কম  চর্চা হচ্ছে না৷ তবে এই চুমুটাই যে কাল হবে তা মনে ভাবতেও পারেননি আকাঙ্খা পুরী৷  বিগ বসের ঘরে মাত্র দুই সপ্তাহের মধ্যেই জার্নি শেষ হল আকাঙ্খা পুরীর৷
এই চুম্বন নিয়ে কম চর্চা হচ্ছে না৷ তবে এই চুমুটাই যে কাল হবে তা মনে ভাবতেও পারেননি আকাঙ্খা পুরী৷ বিগ বসের ঘরে মাত্র দুই সপ্তাহের মধ্যেই জার্নি শেষ হল আকাঙ্খা পুরীর৷
advertisement
3/5
টাস্ক জিততে জাদের সঙ্গে চুম্বন করেছিলেন আকাঙ্খা৷ তবে সেই প্রচেষ্টা পুরোপুরি বিফলে গেছে৷ যার ফলে রীতিমতো রেগে আগুন হয়েছেন সলমন৷ জাদকেও এর জন্য কড়া শাস্তি দিয়েছিলেন সলমন৷
টাস্ক জিততে জাদের সঙ্গে চুম্বন করেছিলেন আকাঙ্খা৷ তবে সেই প্রচেষ্টা পুরোপুরি বিফলে গেছে৷ যার ফলে রীতিমতো রেগে আগুন হয়েছেন সলমন৷ জাদকেও এর জন্য কড়া শাস্তি দিয়েছিলেন সলমন৷
advertisement
4/5
গত কয়েকদিন ধরেই আকাঙ্খা দর্শকদরে সামনে অনুরোধ করছিলেন যে তিনি বিগ বসের ঘরে থাকতে চান৷ তবে সলমন  দর্শকদের সিদ্ধান্তই ঘোষণা করেন৷
গত কয়েকদিন ধরেই আকাঙ্খা দর্শকদরে সামনে অনুরোধ করছিলেন যে তিনি বিগ বসের ঘরে থাকতে চান৷ তবে সলমন দর্শকদের সিদ্ধান্তই ঘোষণা করেন৷
advertisement
5/5
সলমন বলেন, আকাঙ্খা যেহেতু কম ভোট পেয়েছেন সকলের থেকে তাই নিয়ম অনুযায়ী শো থেকে তাঁকেই বেরিয়ে যেতে হবে৷  দর্শকদের কাছ থেকে কম ভোট পাওয়ার জন্য শো থেকে বাদ পড়েন তিনি৷ অনেকেই মনে করছেন, জাদের সঙ্গে চুমু খাওয়াটাই কাল হল৷
সলমন বলেন, আকাঙ্খা যেহেতু কম ভোট পেয়েছেন সকলের থেকে তাই নিয়ম অনুযায়ী শো থেকে তাঁকেই বেরিয়ে যেতে হবে৷ দর্শকদের কাছ থেকে কম ভোট পাওয়ার জন্য শো থেকে বাদ পড়েন তিনি৷ অনেকেই মনে করছেন, জাদের সঙ্গে চুমু খাওয়াটাই কাল হল৷
advertisement
advertisement
advertisement