TRENDING:

Lily Chakraborty: মাত্র ১৯ বছরে সংসার, ছবি করতে এসে আমায়...! বিয়ে নিয়ে অকপট লিলি চক্রবর্তী

Last Updated:

Lily Chakraborty: সম্প্রতি জি বাংলার রিয়্যালিটি শো ঘরে ঘরে জি বাংলার অনুষ্ঠানের এক বছর পূর্তি উপলক্ষ্যে অভিনেত্রী লিলি চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেলেন শো-এর সঞ্চালক অপরাজিতা আঢ্য৷ সেখানেই উঠে এল বর্ষীয়ান অভিনেত্রীর ব্যক্তিগত জীবন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী৷ অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ আট থেকে অষ্টাদশী৷ একটা সময়ে চুটিয়ে অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি৷ ফিল্ম ইন্ডাস্ট্রির নানা টানাপোড়েনের সাক্ষীও তিনি৷ প্রথমসারির কিংবদন্তি তারকা থেকে নানা প্রজন্মের শিল্পীদের সঙ্গেই কাজ করেছেন লিলি চক্রবর্তী৷ তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শকরা৷
advertisement

অভিনয় জীবনের বাইরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন কেমন তা জানার কৌতুহল বরাবরই রয়েছে দর্শকদের৷ এবার নিজের একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা উঠে এল সোশ্যাল মিডিয়ায়৷ সম্প্রতি জি বাংলার রিয়্যালিটি শো ঘরে ঘরে জি বাংলার অনুষ্ঠানের এক বছর পূর্তি উপলক্ষ্যে অভিনেত্রী লিলি চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেলেন শো-এর সঞ্চালক অপরাজিতা আঢ্য৷ সেখানেই উঠে এল বর্ষীয়ান অভিনেত্রীর ব্যক্তিগত জীবন৷

advertisement

ঘরে ঘরে জি বাংলার অনুষ্ঠানের এই ঝলক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পা ছুঁয়ে প্রণাম করে অনুষ্ঠান শুরু করছেন অপরাজিতা আঢ্য৷ শুধু তাই নয় প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদও করেছেন অভিনেত্রী৷ তারপর কেক কেটে ধুমধাম করে খেলা শুরু করেন অপরাজিতা৷ প্রোমোতে দেখা যাচ্ছে, অপরাজিতা লিলি চক্রবর্তীকে প্রশ্ন করছেন, তোমার সঙ্গে তোমার বরের পরিচয় হল কীভাবে? এই প্রশ্ন শুনে অভিনেত্রী যা বললেন, তা সকলেরই চক্ষু চড়কগাছ৷

advertisement

আরও পড়ুন-গুরুতর চোট, যন্ত্রণায় কাতরাচ্ছেন অঙ্কুশ! বিছানায় শুয়েই বর্ষবরণ উদযাপন অভিনেতার, হলটা কী?

আরও পড়ুন-‘ট্রিপে যা হয়েছিল…’, কীভাবে দীপঙ্করের কাছাকাছি এলেন দোলন, ফাঁস হতেই তোলপাড়!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

লিলি চক্রবর্তী বলেন, একটা ছবি করবে বলে স্টুডিওতে এসেছিলেন৷ ব্যবসায়ী মানুষের হঠাৎ মনে হয়েছিল সিনেমা বানাবেন৷ ব্যস তখন থেকেই শুরু৷ তবে সিনেমা আর বানানো হল না বরং আমাকে বিয়ে করে চলে গেলেন৷ মাত্র ১৯ বছর বয়সে সংসার শুরু করেন অভিনেত্রী৷ স্বামী অজিত কুমার ব্যবসায়ী হলেও স্ত্রীর কাজে সবসময়েই উৎসাহ জুগিয়েছেন৷ ২০১০ সালে প্রয়াত হন তিনি৷ কোনও সন্তানও নেই তাঁদের৷ অভিনেত্রীর জীবনের এই গল্প শুনেই হেসে গড়িয়ে পড়েন অপরাজিতা আঢ্য৷ ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Lily Chakraborty: মাত্র ১৯ বছরে সংসার, ছবি করতে এসে আমায়...! বিয়ে নিয়ে অকপট লিলি চক্রবর্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল