TRENDING:

Lily Chakraborty: মাত্র ১৯ বছরে সংসার, ছবি করতে এসে আমায়...! বিয়ে নিয়ে অকপট লিলি চক্রবর্তী

Last Updated:

Lily Chakraborty: সম্প্রতি জি বাংলার রিয়্যালিটি শো ঘরে ঘরে জি বাংলার অনুষ্ঠানের এক বছর পূর্তি উপলক্ষ্যে অভিনেত্রী লিলি চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেলেন শো-এর সঞ্চালক অপরাজিতা আঢ্য৷ সেখানেই উঠে এল বর্ষীয়ান অভিনেত্রীর ব্যক্তিগত জীবন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
টলিউডের বর্ষীয়ান অভিনেত্রী লিলি চক্রবর্তী৷ অভিনেত্রীর অভিনয়ে মুগ্ধ আট থেকে অষ্টাদশী৷ একটা সময়ে চুটিয়ে অভিনয় করে সকলের মনে জায়গা করে নিয়েছেন তিনি৷ ফিল্ম ইন্ডাস্ট্রির নানা টানাপোড়েনের সাক্ষীও তিনি৷ প্রথমসারির কিংবদন্তি তারকা থেকে নানা প্রজন্মের শিল্পীদের সঙ্গেই কাজ করেছেন লিলি চক্রবর্তী৷ তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছে দর্শকরা৷
advertisement

অভিনয় জীবনের বাইরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন কেমন তা জানার কৌতুহল বরাবরই রয়েছে দর্শকদের৷ এবার নিজের একান্ত ব্যক্তিগত মুহূর্তের কথা উঠে এল সোশ্যাল মিডিয়ায়৷ সম্প্রতি জি বাংলার রিয়্যালিটি শো ঘরে ঘরে জি বাংলার অনুষ্ঠানের এক বছর পূর্তি উপলক্ষ্যে অভিনেত্রী লিলি চক্রবর্তীর বাড়িতে পৌঁছে গেলেন শো-এর সঞ্চালক অপরাজিতা আঢ্য৷ সেখানেই উঠে এল বর্ষীয়ান অভিনেত্রীর ব্যক্তিগত জীবন৷

advertisement

ঘরে ঘরে জি বাংলার অনুষ্ঠানের এই ঝলক এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ভিডিওতে দেখা যাচ্ছে, অভিনেত্রীর পা ছুঁয়ে প্রণাম করে অনুষ্ঠান শুরু করছেন অপরাজিতা আঢ্য৷ শুধু তাই নয় প্রদীপ জ্বালিয়ে আশীর্বাদও করেছেন অভিনেত্রী৷ তারপর কেক কেটে ধুমধাম করে খেলা শুরু করেন অপরাজিতা৷ প্রোমোতে দেখা যাচ্ছে, অপরাজিতা লিলি চক্রবর্তীকে প্রশ্ন করছেন, তোমার সঙ্গে তোমার বরের পরিচয় হল কীভাবে? এই প্রশ্ন শুনে অভিনেত্রী যা বললেন, তা সকলেরই চক্ষু চড়কগাছ৷

advertisement

আরও পড়ুন-গুরুতর চোট, যন্ত্রণায় কাতরাচ্ছেন অঙ্কুশ! বিছানায় শুয়েই বর্ষবরণ উদযাপন অভিনেতার, হলটা কী?

আরও পড়ুন-‘ট্রিপে যা হয়েছিল…’, কীভাবে দীপঙ্করের কাছাকাছি এলেন দোলন, ফাঁস হতেই তোলপাড়!

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

লিলি চক্রবর্তী বলেন, একটা ছবি করবে বলে স্টুডিওতে এসেছিলেন৷ ব্যবসায়ী মানুষের হঠাৎ মনে হয়েছিল সিনেমা বানাবেন৷ ব্যস তখন থেকেই শুরু৷ তবে সিনেমা আর বানানো হল না বরং আমাকে বিয়ে করে চলে গেলেন৷ মাত্র ১৯ বছর বয়সে সংসার শুরু করেন অভিনেত্রী৷ স্বামী অজিত কুমার ব্যবসায়ী হলেও স্ত্রীর কাজে সবসময়েই উৎসাহ জুগিয়েছেন৷ ২০১০ সালে প্রয়াত হন তিনি৷ কোনও সন্তানও নেই তাঁদের৷ অভিনেত্রীর জীবনের এই গল্প শুনেই হেসে গড়িয়ে পড়েন অপরাজিতা আঢ্য৷ ঝড়ের গতিতে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Lily Chakraborty: মাত্র ১৯ বছরে সংসার, ছবি করতে এসে আমায়...! বিয়ে নিয়ে অকপট লিলি চক্রবর্তী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল