এনার ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়৷ ভিডিওতে এনাকে লাল পাড় সাদা বেনারসি, লাল ব্লাউজ, হাতে শাখা-পলা গা ভর্তি গয়না,মাথায় মুকুট পরে দেখা গেছে৷ নববধূর লুকে এনাকে দেখে চোখ সরাতে পারছেন না ভক্তরা৷ এনার পাশে বসা পাত্র৷ সাদা ধুতি, নেটের চাদর গায়ে দেখা গিয়েছে তাকে৷ এনার মাথার টিকলি সরিয়ে সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন তিনি৷ সিঁদুরদানের এই বিশেষ মুহূর্তের ভিডিও দেখে সকলেই চোখ ফেরাতে পারছেন না৷ দেখে নিন ভিডিওটি,
advertisement
এনাকে নববধূর লুকে দেখে চোখ ফেরানো সত্যি দায়৷ তবে আসল বিষয়টা একটু খোলসা করে বলা যাক, আসলে টলিউডের সেলিব্রিটি ফোটোগ্রাফার রুদ্র সাহা এই ভিডিওটি শেয়ার করেছেন৷ ভিডিওর ক্যাপশনে লেখা- ‘শুভ বিবাহ’৷ মনে করা হচ্ছে বিয়ের স্পেশ্যাল ফোটোশ্যুটের জন্যই এমনটা করা হয়েছে৷ কমেন্টের বন্যা বয়েছে নেটদুনিয়ায়৷
সত্যিকারের বিয়ে না হলে কনের সাজে এনাকে দেখে মুগ্ধ নেটপাড়া৷ তবে এই প্রথমবার নয়, হামেশাই টলিউড নায়িকাদের কনের লুকে সকলের সামনে তুলে ধরেন রুদ্র সাহা৷ উল্লেখ্য, টলিউডের গন্ডি পেরিয়ে মালয়ালম ছবিতে অভিনয় করেছেন বঙ্গতনয়া এনা সাহা৷