আরও পড়ুন সুদীপা চট্টোপাধ্যায় অহংকারী মানসিকতার! ফেসবুক পোস্ট বিতর্কে অভিযোগ অরিত্র
কেরিয়ারের প্রথম থেকেই শ্রীলেখা মিত্র ছিলেন হার্টথ্রব৷ ৫০-এ ও তিনি মোহময়ী৷ বয়স একটা সংখ্যা মাত্র বুঝিয়ে দিলেন শ্রীলেখা৷ জন্মদিনে তিনি নো মেকআপ লুক-এ ধরা দিলেন৷ পরলেন ঘি রাঙা জাম্পস্যুট৷ আর থাকল লাল রঙের স্যাশ, যার উপর লেখা থাকল হ্যাপি বার্থ ডে! ঘনিষ্ঠ বন্ধুরা থাকলেন তাঁকে জুড়ে৷ কেক কাটলেন শ্রীলেখা৷ আদর করে সকলকে খাইয়ে দিলেন৷ জন্মদিনে তাঁর মাইয়া (এই নামে শ্রীলেখা ডাকেন তাঁর মেয়েকে) অনেকটাই সামলালেন দায়িত্ব৷
advertisement
তবে শ্রীলেখার বাবার মৃত্যুর পর সেভাবে কোনও বড় সেলিব্রেশন করেননি৷ এই জন্মদিনও কাটল বেশ ঘরোয়া ভাবে৷ রাতে খাওয়া-দাওয়া এবং বন্ধুদের সঙ্গে আড্ডাই ছিল মূল উদযাপন৷ আর এর মাঝেও বাবার সঙ্গে একটা পুরনো ছবি পোস্ট করে শ্রীলেখা লিখলেন, "বাবা তোমায় ছাড়া জন্মদিন...এই প্রথম...চাইনি করতে, হয়ে গেল, হয়ত তুমি চেয়েছিলে৷
অন্যদিকে এই বিশেষ দিনে তাঁর বাড়ি এলেন তাঁর বন্ধু অনন্যা চট্টোপাধ্যায়৷ তাঁর সঙ্গে গল্প গুজব হল জমিয়ে৷ সেই ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভুললেন না৷
আর ভক্তদের কী পাওনা হল শ্রীলেখার জন্মদিনে? অবশ্যই সুন্দরীর নাচ! এর আগেও তা চাক্ষুষ করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া ফলোয়ারা৷ এবারও দেখলেন৷
শ্রীলেখা নাচে পারদর্শী৷ খুবই সুন্দর নাচেন তিনি৷ এবারও তার ব্যতিক্রম হল না৷