তবে এবার কেন হঠাৎ বীরভূমে আগমন অভিনেতা অনির্বাণের! কবিগুরুর লাল মাটির জেলা বীরভূম। আর এই লাল মাটির জেলা লাল মাটির শহর বোলপুর শান্তিনিকেতন। এবার বোলপুর গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে SVF মিউজিকের আয়োজিত মিউজিক সন্ধ্যায় অংশ নিতে পৌঁছান অভিনেতা এবং গায়ক অনির্বাণ ভট্টাচার্য। বাংলা গানের ডালি নিয়ে একাধিক বাংলা মিউজিক ব্যাণ্ড অংশ নেয় এই অনুষ্ঠানে।
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
অনুষ্ঠানে বোলপুর-শান্তিনিকেতনের স্থানীয় শিল্পীরাও অংশ নিয়েছিলেন৷ নতুন শিল্পীদের উৎসাহিত করতেই এহেন উদ্যোগে বলে জানায় আয়োজক সংস্থা। বোলপুরে সঙ্গীত সন্ধ্যায় গিয়ে বাংলা গানে মাতলেন গায়ক-অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য । তবে সাংসদ দেব ও অসুস্থ মিঠুন চক্রবর্তীর প্রশ্ন এড়িয়ে গিয়ে রাজনীতি থেকে কার্যত দূরেই থাকলেন তিনি।
অনুষ্ঠান সম্পর্কে তিনি বললেন, ‘বাংলা গান ও নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গে মানুষের পরিচয় ঘটানোই উদ্দেশ্য ৷ তবে, আসন্ন লোকসভা নির্বাচন নিয়ে কোনও গান বাঁধার পরিকল্পনা নেই বলে জানান অনির্বাণ।অনির্বাণ ভট্টাচার্য বলেন, ‘নতুন বাংলা গান, লোকগানকে মানুষের সঙ্গে পরিচয় ঘটাতে ও নতুন শিল্পীদের সুযোগ করে দিতে আমাদের এই অনুষ্ঠান ৷’
সৌভিক রায়