নাট্যোৎসব আয়োজন করতে গিয়ে সেই অমিতকে ঘাড়ধাক্কা দিয়ে, চড়-থাপ্পড় মেরে বার করে দেওয়া হয় এলাকা থেকে। শুক্রবার এমনই অভিযোগ তুলেছেন অমিত। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে ঘটনার বর্ণনা দেন অভিনেতা। সেখান থেকেই জানা যায়, এই ঘটনার জন্য আপাতত নাট্যোৎসব স্থগিত রেখেছেন তাঁরা।
কী ঘটেছিল শুক্রবার?
বেলেঘাটার একটি বেসরকারি মাঠে নাট্যোৎসবের বন্দোবস্ত করেছিলেন অমিতরা। নিউজ18 বাংলাকে অভিনেতা জানান, তার জন্য তাঁরা ট্রাস্টের কাছ থেকে অনুমোদনও নিয়েছিলেন। কিন্তু শনি ও রবির নাট্যোৎসবের আগে শুক্রবার ওই এলাকায় গিয়ে মানুষকে লিফলেট বিলি করছিলেন তাঁরা। তখনই দেখেন, মাঠের খানিক দূরে তীব্র গান বাজানো হচ্ছে, মাইকে ঘোষণা চলছে। নাটক চলাকালীন সেসব হলে দর্শক কিছুই শুনতে পাবেন না, এই ভয়ে তাঁরা কথা বলতে যান।
advertisement
কিন্তু কথা বলার কোনও সুযোগ দেওয়া হয়নি বলে অমিতের অভিযোগ। শুরুতেই ঘাড়ধাক্কা দিয়ে, চড়-থাপ্পড় মেরে অমিতদের বার করে দেওয়া হয়। জানা যায়, মাঠের পাশে তাঁরা কেক-উৎসব পালন করবেন ওই একই দিনে। তাই গান বাজানো কমাবেন না বলে জানিয়ে দিয়েছেন। শুধু তা-ই নয়, অমিতের অভিযোগ, অন্য কোনও অনুষ্ঠানও হতে দেবেন না বলে হুমকি দিয়েছেন সেই গোষ্ঠীর লোকেরা।
অমিতের অভিযোগ নির্দিষ্ট এক ব্যক্তির বিরুদ্ধে। যিনি তাঁর গায়ে হাত তুলেছেন। শনিবার থানায় গেলেও অভিযোগ দায়ের করতে পারেননি অমিত।
আরও পড়ুন: পাসপোর্ট অফিস থেকে ফিরেই হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি বিভাস চক্রবর্তী
এদিকে টলিপাড়ার কয়েকজন এবং নেটিজেনরা অমিতের এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফেসবুকে। তাঁদের মধ্যে পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্য, পরিচালক-অভিনেতা তথাগত মুখোপাধ্যায়, পরিচালক-অভিনেতা সৌরভ চক্রবর্তী, অভিনেতা সায়ন ঘোষ-সহ অনেকেই প্রশ্ন তুলেছেন, শিল্পচর্চায় বাধা দেওয়া হচ্ছে খাস কলকাতায়, তা হলে এর ভবিষ্যৎ কী?
প্রদীপ্ত লিখেছেন, 'অমিত সাহা এবং তাঁর দল বিদূষক নাট্যমন্ডলীর লোকজনকে মারধোর করে তাঁদের নাট্যোৎসব বন্ধ করে দেওয়া হয়েছে। তীব্র প্রতিবাদ এবং ধিক্কার। অমিতের বক্তব্য কমেন্টে রইলো।'
সৌরভ লিখেছেন, 'মেনে নেওয়া যায় না এবং প্রশ্নও ওঠে না। পাশে আছি অমিত।'
তথাগতর কথায়, 'শুধুমাত্র নাটক করার অপরাধে যদি গায়ে হাত তুলে শক্তি প্রদর্শন করতে হয় তাহলে বুঝতে হবে ক্ষমতার দম্ভ আর অশিক্ষা এমন জায়গাতে পৌঁছেছে যেখানে পতন আসন্ন।'
আরও পড়ুন: শহরে যানজটে বারবার বাধা পেল অনুরাগের শ্যুট, তাও থামেনি ট্রাম, বন্ধ হয়নি ক্যামেরা
সায়ন কথায়, 'ফিল্ম ফেস্টিভাল শাহরুখ খান উদ্বোধন করছে আর একজন নাট্যকর্মী তৃণমূলের নেতার দ্বারা নিগৃহীত হচ্ছে এই আমাদের বাংলার বর্তমান অবস্থা। অমিত সাহা ও তাঁর নাট্যদলের ওপর হওয়া এই তৃণমূলের সন্ত্রাসের তীব্র নিন্দা জানাই। আর যে সমস্ত অভিনেতা, পরিচালক, গায়ক, কবি ইত্যাদি শিল্পচর্চার সুস্থ পরিবেশ তৈরি করার জন্য তৃণমূলে যোগ দিয়েছিলেন এই বিষয়ে তাঁদের প্রতিক্রিয়া জানতে চাই।'
দেবেশ চট্টোপাধ্যায়ের লেখেন, 'তীব্র প্রতিবাদ জানাই।'
চারদিকে বারবার প্রশ্ন ওঠে, নাট্যশিল্প বন্ধ করে এই গা-জোয়ারির মতো ঘটনায় বাকিরা এগিয়ে আসছেন না কেন? নাটকের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নয় কেন? অভিনেতার গায়ে হাত তোলা হল, তা নিয়ে কেউ প্রতিবাদ করছেন না কেন?