পাসপোর্ট অফিস থেকে ফিরেই হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি বিভাস চক্রবর্তী

Last Updated:

গতকাল দুপুরে পাসপোর্ট অফিস থেকে ফিরে খাওয়া দাওয়াও করেন। আচমকাই বিকেলে বুকে ব্যথা ওঠে। পরিবারকে জানানোর সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

#কলকাতা: হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে অভিনেতা বিভাস চক্রবর্তী। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে  ভর্তি করানো হয় গতকাল, শুক্রবার সন্ধ্যায়। আপাতত তিনি স্থিতিশীল আছেন বলেই জানা গিয়েছে।
গতকাল দুপুরে পাসপোর্ট অফিস থেকে ফিরে খাওয়া দাওয়াও করেন। আচমকাই বিকেলে বুকে ব্যথা ওঠে। পরিবারকে জানানোর সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মেডিক্যাল পরীক্ষা করার পর জানা যায় তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। দেরি না করে তখনই আঞ্জিওপ্লাস্ট করানো হয়।
advertisement
advertisement
এর আগে দু'বার তিনি করোনায় আক্রান্ত হন। তারপর থেকে নানা শারীরিক অসুস্থতা লক্ষ করা যাচ্ছিল। বয়স হয়েছে ৮৫ বছর। চিকিৎসক জানিয়েছেন, সঠিক সময়ে হাসপাতালে নিয়ে আসায় বিপদ এড়িয়ে গিয়েছেন তিনি। তবে বয়সের কথা মাথায় রাখার কথা জানিয়েছেন চিকিৎসক।
advertisement
মঞ্চ থেকে পর্দা, সর্বত্র তাঁর অনায়াস বিচরণ। বহুবছর ধরেই তিনি নানা কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। বয়স বা অসুস্থতার পরোয়া করেননি তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
পাসপোর্ট অফিস থেকে ফিরেই হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ভর্তি বিভাস চক্রবর্তী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement