বিশ্ব বিখ্যাত কান চলচ্চিত্র উৎসবে জিতে নিলেন সেরা অভিনেত্রী-র পুরস্কার। বুলগেরিয়ান পরিচালক কনস্টানটিন বোজানভ পরিচালিত ছবি ‘দ্য শেমলেস’-এর হাত ধরে এই শিরোপা পেলেন বাঙালি অভিনেত্রী। অনসূয়াই প্রথম ভারতীয় যিনি কান উৎসবে Un Certain Regard বিভাগে সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কার পেলেন।
আরও পড়ুন: সুদূর কান-এ নাম উজ্জ্বল কলকাতার! সেরা অভিনেত্রীর শিরোপা পেয়ে ইতিহাস গড়লেন অনসূয়া
advertisement
এই দুর্দান্ত জয়ের পর টলিউড থেকে বলিউড, সর্বত্র তিনিই টক অফ দ্য টাউন। আলিয়া ভাট, রণবীর সিং, অর্জুন কাপুর-সহ অনেকেই শুভেচ্ছাবার্তা জানিয়েছেন ম্যাডলি বাঙালি-র অভিনেত্রীকে।
এবার স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়া এক্স-এ অনসূয়াকে অভিনন্দন জানালেন। তিনি লিখলেন, ‘কান চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেত্রীর পুরস্কার লাভের জন্য অনসূয়া সেনগুপ্তকে অভিনন্দন। বাংলার মেয়ে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। প্রথম ভারতীয় হিসেবে এই শিরোপা অর্জন করে, এই দুর্দান্ত কৃতিত্বের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন তিনি। কানে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রিক্স জেতার জন্য পায়েল কাপাডিয়াকেও অভিনন্দন! ভারতীয় মহিলাদের জন্য এ এক দুর্দান্ত মুহূর্ত! উৎসবে পুরস্কার জেতার জন্য সন্তোষ সিভান এবং চিদানন্দ এস নায়েককেও আমার অভিনন্দন।’