বিয়েতে উপস্থিত থাকতে না পারলেও সৌজন্যবোধে খামতি নেই রাজ্যের মুখ্যমন্ত্রীর। নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন মমতা। আর তারই ছবি তুলে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেত্রী। ট্যুইটারে স্বরা সেই ছবি তুলে পোস্ট করেছেন। যেখানে লেখা স্বরার বাবা-মাকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আপনাদের কন্যা স্বরা এবং কাইসার জাহান, জানাব জিরার আহমেদের পুত্র ফাহাদের বিয়ের রিসেপশনের আমন্ত্রণ পেয়ে আমি আপ্লুত। আমার প্রাণভরা শুভেচ্ছা, অভিনন্দন রইল স্বরা ও ফাহাদের জন্য। তাঁদের সুখী দাম্পত্যের জন্য আমি সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করব। আপনাদেরও সকলকে এই শুভ অনুষ্ঠানের জন্য শুভেচ্ছা জানাচ্ছি।’
advertisement
আরও পড়ুন: স্বরার সঙ্গে ছেলের বিয়ে নিয়ে খুশি নন শাশুড়ি? ফ্যামিলি ছবি দেখে কটাক্ষ নায়িকাকে!
আরও পড়ুন: বিয়ে করলেন স্বরা ভাস্কর, নেই বলিউডি আয়োজন, আদালতে গিয়ে সই করলেন, পাত্রকে চেনেন!
স্বরা সেই ট্যুইটের ক্যাপশনে মমতাকে উদ্দেশ্য করে লেখেন, ‘এত সুন্দর করে শুভেচ্ছা জানানোর অনেক ধন্যবাদ ম্যাম। আমন্ত্রণপত্রের উত্তর দেওয়ার জন্য আমরা কৃতজ্ঞ। আপনার অনুপস্থিতি সবাই অনুভব করেছি। কিন্তু আপনার এই আন্তরিক শুভেচ্ছা আমাদের মন ছুঁয়ে গিয়েছে।’
বিয়েতে যাওয়া সম্ভব হয়নি মমতার পক্ষে। কিন্তু তাঁর এই চিঠি মন ছুঁয়ে গিয়েছে সকলের। তবে স্বরা-ফাহাদের রিসেপশনে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন, কংগ্রেস নেতা শশী থারুর, সমাজবাদী পার্টির নেত্রী ও বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনকেও রিসেপশনে দেখা গিয়েছে।