TRENDING:

The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’ রাজ্যে দেখানো নিষিদ্ধ ঘোষণা প্রসঙ্গে গর্জে উঠল বঙ্গ বিজেপি ! কী বলল পদ্ম শিবির?

Last Updated:

গোটা দেশেই ছবিটি মুক্তি পেয়েছে এবং বিতর্ক তৈরি করেছে ৷ গোটা দেশের মতো কলকাতাতেও গত ৫ মে ছবিটি মুক্তি পায় ৷ কিন্তু তার ঠিক তিনদিনের মাথায় এই ছবিটি নিষিদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা:  ‘দ্য কেরালা স্টোরি’ রাজ্যে দেখানো নিষিদ্ধ ঘোষণা প্রসঙ্গে গর্জে উঠল বঙ্গ বিজেপি। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ বঙ্গ পদ্ম শিবিরের পাশাপাশি কেন্দ্রীয় নেতৃত্বের একাংশও মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হন।
‘দ্য কেরালা স্টোরি’ রাজ্যে দেখানো নিষিদ্ধ ঘোষণা প্রসঙ্গে গর্জে উঠল বঙ্গ বিজেপি ! কী বলল পদ্ম শিবির?
‘দ্য কেরালা স্টোরি’ রাজ্যে দেখানো নিষিদ্ধ ঘোষণা প্রসঙ্গে গর্জে উঠল বঙ্গ বিজেপি ! কী বলল পদ্ম শিবির?
advertisement

রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘‘আমরা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে ধিক্কার জানাচ্ছি। এই সিদ্ধান্ত ধর্মীয় মৌলবাদের কাছে আত্মসমর্পণের একটি নিদর্শন। একটি সিনেমা সেই সিনেমার পরিচালক একটি বাস্তব ও তথ্যনির্ভর ঘটনার নিরিখে সিনেমা তৈরি করেছেন। ‘লাভ জিহাদ’ বিজেপির তৈরি করা নয়। কিন্তু পশ্চিমবঙ্গে শুধুমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটে সমগ্র সংখ্যালঘু সমাজকে আজ অপমান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’’

advertisement

আরও পড়ুন– দক্ষিণী ছবি থেকে বলিউডে দাপিয়ে কাজ করেছেন পূজা বাত্রা! আচমকাই সব ছেড়েছুড়ে কেন চলে গিয়েছিলেন নায়িকা?

শমীক ভট্টাচার্য এও বলেন, ‘‘ভারতবর্ষে বসবাসকারী যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন রয়েছেন তারা নিজের দেশকে দেশ বলে মনে করে না, এটা আমরা কখনও মনে করি না। কেবলমাত্র ভোটব্যাঙ্ক তৈরি করার স্বার্থে সমস্ত সংখ্যালঘুদের এক ছাতার তলায় নিয়ে এসে তাদের সর্বনাশ করার চেষ্টা করা হচ্ছে। এই সিদ্ধান্ত শিল্প এবং সংস্কৃতির ওপর চরম আঘাত নিয়ে এল বলে আমরা মনে করি। আমাদের বিশ্বাস পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিনেমা নিষিদ্ধ করার বিরুদ্ধে প্রতিবাদে সরব হবে।’’

advertisement

আরও পড়ুন- বিশ্বের একমাত্র এই দেশে নেই এক জনও মুসলিম ধর্মাবলম্বী মানুষ! সেই দেশের নামটা কি জানেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার এই সিনেমা নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গে আরও একটি কলঙ্কিত অধ্যায়ের সূচনা করলেন বলেও সুর চড়াল গেরুয়া শিবির। প্রসঙ্গত, রাজ্যে ‘দ্য কেরালা স্টোরি’ সিনেমাটি ব্যান বা নিষিদ্ধ করার কথা ঘোষণা করা হল৷ ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি জানিয়েছেন, ‘‘ঘৃণা কোনওভাবে বরদাস্ত করবে না রাজ্য সরকার ৷ শান্তি বজায় রাখাই মূল উদ্দেশ্য, তাই কারণেই এই রাজ্যে কেরালা স্টোরি ব্যান করে দেওয়া হল৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠক করে বলেন, ‘‘একটি বিকৃত ইতিহাস প্রচার করা হচ্ছে ৷ এটি ‘ডিসটর্টেড’ একটি ঘটনা৷ কাশ্মীর ফাইলসের পর আরও একটি সিনেমা তৈরি করা হয়েছে, যেটিতে বিকৃত করা হয়েছে ইতিহাস৷ এর পর হয়ত বেঙ্গল ফাইলসও তৈরি করবে কেউ কেউ’৷ পাশাপাশি তিনি সাংবাদিক বৈঠক থেকে সিপিএম ও বিজেপির আঁতাতের অভিযোগও তোলেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘এরা একসঙ্গে কাজ করছে৷’’ মূলত, কেরলের ধর্মান্তকরণ ও জঙ্গি যোগ প্রসঙ্গ নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি ৷ গোটা দেশেই ছবিটি মুক্তি পেয়েছে এবং বিতর্ক তৈরি করেছে ৷ গোটা দেশের মতো কলকাতাতেও গত ৫ মে ছবিটি মুক্তি পায়৷ কিন্তু তার ঠিক তিন দিনের মাথায় এই ছবিটি নিষিদ্ধ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
The Kerala Story: ‘দ্য কেরালা স্টোরি’ রাজ্যে দেখানো নিষিদ্ধ ঘোষণা প্রসঙ্গে গর্জে উঠল বঙ্গ বিজেপি ! কী বলল পদ্ম শিবির?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল