Pooja Batra: দক্ষিণী ছবি থেকে বলিউডে দাপিয়ে কাজ করেছেন পূজা বাত্রা! আচমকাই সব ছেড়েছুড়ে কেন চলে গিয়েছিলেন নায়িকা?

Last Updated:
বলিউড ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। কিন্তু আচমকাই কেরিয়ার কেন ডুবে গেল তাঁর? সেই গল্পই আজ শুনে নেওয়া যাক।
1/10
গ্ল্যামার দুনিয়া এমন একটা জায়গা, যেখানে অল্প সময়ের মধ্যেই সাফল্যের চূড়ায় উঠে যাওয়া সম্ভব। তবে অনেকেই সেই সাফল্যের ধারা ধরে রাখতে পারেন না। যার ফলে নক্ষত্রখচিত দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যেতে হয় তাঁদের।
গ্ল্যামার দুনিয়া এমন একটা জায়গা, যেখানে অল্প সময়ের মধ্যেই সাফল্যের চূড়ায় উঠে যাওয়া সম্ভব। তবে অনেকেই সেই সাফল্যের ধারা ধরে রাখতে পারেন না। যার ফলে নক্ষত্রখচিত দুনিয়া থেকে চিরতরে হারিয়ে যেতে হয় তাঁদের।
advertisement
2/10
এমনই এক জন অভিনেত্রী হলেন পূজা বাত্রা। এক সময় মডেলিংয়ের হাত ধরে গ্ল্যামার জগতে পদার্পণ করেছিলেন তিনি। দক্ষিণী ছবির মাধ্যমেই খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন। এর পর কয়েক ডজন বলিউড ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।
এমনই এক জন অভিনেত্রী হলেন পূজা বাত্রা। এক সময় মডেলিংয়ের হাত ধরে গ্ল্যামার জগতে পদার্পণ করেছিলেন তিনি। দক্ষিণী ছবির মাধ্যমেই খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন। এর পর কয়েক ডজন বলিউড ছবিতেও দেখা গিয়েছে তাঁকে।
advertisement
3/10
 কিন্তু আচমকাই কেরিয়ার কেন ডুবে গেল তাঁর? সেই গল্পই আজ শুনে নেওয়া যাক। ১৯৯৩ সালে সুন্দরী এই অভিনেত্রীর মাথায় উঠেছিল ‘মিস ইন্ডিয়া’ রানার-আপের মুকুট।
কিন্তু আচমকাই কেরিয়ার কেন ডুবে গেল তাঁর? সেই গল্পই আজ শুনে নেওয়া যাক। ১৯৯৩ সালে সুন্দরী এই অভিনেত্রীর মাথায় উঠেছিল ‘মিস ইন্ডিয়া’ রানার-আপের মুকুট।
advertisement
4/10
তবে বলা যায় যে, পূজার কেরিয়ারের প্রথম ছবি ছিল ‘সিসিন্দ্রি’। তেলুগু এই ছবিতে তাঁর পাশাপাশি রয়েছেন অখিল আক্কিনেনি এবং নাগার্জুনের মতো দক্ষিণী তারকাও।
তবে বলা যায় যে, পূজার কেরিয়ারের প্রথম ছবি ছিল ‘সিসিন্দ্রি’। তেলুগু এই ছবিতে তাঁর পাশাপাশি রয়েছেন অখিল আক্কিনেনি এবং নাগার্জুনের মতো দক্ষিণী তারকাও।
advertisement
5/10
 সুপারস্টার নাগার্জুনের বিপরীতে অত্যন্ত সাহসী ভূমিকায় অভিনয় করেছিলেন পূজা। তবে এর আগে তামিল ছবি ‘আসাই’-এ একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
সুপারস্টার নাগার্জুনের বিপরীতে অত্যন্ত সাহসী ভূমিকায় অভিনয় করেছিলেন পূজা। তবে এর আগে তামিল ছবি ‘আসাই’-এ একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
6/10
 এর পর মলয়ালম ছবির দুনিয়াতেও প্রবেশ করেন পূজা। ‘চন্দ্রলেখা’ ছিল তাঁর প্রথম মলয়ালম ছবি এবং এর পরে ‘মেঘম’ নামে আর একটি ছবিতে অভিনয় করেছিলেন পূজা। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মামুথি এবং দিলীপ।
এর পর মলয়ালম ছবির দুনিয়াতেও প্রবেশ করেন পূজা। ‘চন্দ্রলেখা’ ছিল তাঁর প্রথম মলয়ালম ছবি এবং এর পরে ‘মেঘম’ নামে আর একটি ছবিতে অভিনয় করেছিলেন পূজা। এই ছবিটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মামুথি এবং দিলীপ।
advertisement
7/10
শুধু দক্ষিণী ছবিই নয়, বলিউডি ছবিতেও বড় নাম হয়ে উঠেছিলেন পূজা। এক সময় তিনি ছিলেন পরিচালকদের প্রথম পছন্দ। ১৯৯৭ সালে ‘বিরাসত’ ছবির হাত ধরে অনিল কাপুরের বিপরীতে হিন্দি ছবির দুনিয়ায় ডেবিউ করেছিলেন পূজা। পর্দায় তাঁদের রসায়ন পছন্দ করেছিলেন ভক্তরা। এর ফলে আরও ছবির অফার আসতে থাকে। গোবিন্দা, সঞ্জয় দত্ত, সুনীল শেঠির মতো নব্বইয়ের দশকের শীর্ষ তারকাদের সঙ্গে প্রচুর ছবিতে কাজ করেছেন। এর মধ্যে অন্যতম ‘হাসিনা মান জায়েগি’, ‘ভাই’, ‘তলাশ’, ‘নায়ক’ প্রভৃতি।
শুধু দক্ষিণী ছবিই নয়, বলিউডি ছবিতেও বড় নাম হয়ে উঠেছিলেন পূজা। এক সময় তিনি ছিলেন পরিচালকদের প্রথম পছন্দ। ১৯৯৭ সালে ‘বিরাসত’ ছবির হাত ধরে অনিল কাপুরের বিপরীতে হিন্দি ছবির দুনিয়ায় ডেবিউ করেছিলেন পূজা। পর্দায় তাঁদের রসায়ন পছন্দ করেছিলেন ভক্তরা। এর ফলে আরও ছবির অফার আসতে থাকে। গোবিন্দা, সঞ্জয় দত্ত, সুনীল শেঠির মতো নব্বইয়ের দশকের শীর্ষ তারকাদের সঙ্গে প্রচুর ছবিতে কাজ করেছেন। এর মধ্যে অন্যতম ‘হাসিনা মান জায়েগি’, ‘ভাই’, ‘তলাশ’, ‘নায়ক’ প্রভৃতি।
advertisement
8/10
তবে খ্যাতির শীর্ষে থাকাকালীনই বিয়ের সিদ্ধান্ত নেন পূজা। ২০০২ সালে ইন্ডাস্ট্রির ঝলমলে দুনিয়া ছেড়ে আমেরিকাবাসী ডা. সোনু আহলুওয়ালিয়াকে বিয়ে করে সেখানেই সংসার পাতেন তিনি। ফলে খানিক হতাশই হয়েছিলেন তাঁর ভক্তরা। তবে বিয়ে অবশ্য টেকেনি। দীর্ঘ ৯ বছরের সংসার ভেঙে যায়। বিবাহবিচ্ছেদের পরে দেশে ফিরে আসেন তিনি।
তবে খ্যাতির শীর্ষে থাকাকালীনই বিয়ের সিদ্ধান্ত নেন পূজা। ২০০২ সালে ইন্ডাস্ট্রির ঝলমলে দুনিয়া ছেড়ে আমেরিকাবাসী ডা. সোনু আহলুওয়ালিয়াকে বিয়ে করে সেখানেই সংসার পাতেন তিনি। ফলে খানিক হতাশই হয়েছিলেন তাঁর ভক্তরা। তবে বিয়ে অবশ্য টেকেনি। দীর্ঘ ৯ বছরের সংসার ভেঙে যায়। বিবাহবিচ্ছেদের পরে দেশে ফিরে আসেন তিনি।
advertisement
9/10
 সুপারস্টার নাগার্জুনের বিপরীতে অত্যন্ত সাহসী ভূমিকায় অভিনয় করেছিলেন পূজা। তবে এর আগে তামিল ছবি ‘আসাই’-এ একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
সুপারস্টার নাগার্জুনের বিপরীতে অত্যন্ত সাহসী ভূমিকায় অভিনয় করেছিলেন পূজা। তবে এর আগে তামিল ছবি ‘আসাই’-এ একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে।
advertisement
10/10
শুরু হয় কেরিয়ারের দ্বিতীয় ইনিংস। তবে সেভাবে বড় চরিত্র পাননি পূজা। ফলে সেখানেও এসেছিল হতাশা। অবশ্য ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের জন্য ফের চর্চায় উঠে আসেন পূজা। ওই বছর তিনি বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা নবাব শাহকে। বর্তমানে স্বামীর সঙ্গে সুখের সংসার পূজার!
শুরু হয় কেরিয়ারের দ্বিতীয় ইনিংস। তবে সেভাবে বড় চরিত্র পাননি পূজা। ফলে সেখানেও এসেছিল হতাশা। অবশ্য ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের জন্য ফের চর্চায় উঠে আসেন পূজা। ওই বছর তিনি বিয়ে করেছেন জনপ্রিয় অভিনেতা নবাব শাহকে। বর্তমানে স্বামীর সঙ্গে সুখের সংসার পূজার!
advertisement
advertisement
advertisement