শুধু দক্ষিণী ছবিই নয়, বলিউডি ছবিতেও বড় নাম হয়ে উঠেছিলেন পূজা। এক সময় তিনি ছিলেন পরিচালকদের প্রথম পছন্দ। ১৯৯৭ সালে ‘বিরাসত’ ছবির হাত ধরে অনিল কাপুরের বিপরীতে হিন্দি ছবির দুনিয়ায় ডেবিউ করেছিলেন পূজা। পর্দায় তাঁদের রসায়ন পছন্দ করেছিলেন ভক্তরা। এর ফলে আরও ছবির অফার আসতে থাকে। গোবিন্দা, সঞ্জয় দত্ত, সুনীল শেঠির মতো নব্বইয়ের দশকের শীর্ষ তারকাদের সঙ্গে প্রচুর ছবিতে কাজ করেছেন। এর মধ্যে অন্যতম ‘হাসিনা মান জায়েগি’, ‘ভাই’, ‘তলাশ’, ‘নায়ক’ প্রভৃতি।
তবে খ্যাতির শীর্ষে থাকাকালীনই বিয়ের সিদ্ধান্ত নেন পূজা। ২০০২ সালে ইন্ডাস্ট্রির ঝলমলে দুনিয়া ছেড়ে আমেরিকাবাসী ডা. সোনু আহলুওয়ালিয়াকে বিয়ে করে সেখানেই সংসার পাতেন তিনি। ফলে খানিক হতাশই হয়েছিলেন তাঁর ভক্তরা। তবে বিয়ে অবশ্য টেকেনি। দীর্ঘ ৯ বছরের সংসার ভেঙে যায়। বিবাহবিচ্ছেদের পরে দেশে ফিরে আসেন তিনি।