চার দেওয়ালের বাঁধা কোনও পরিসরই শিল্পের একমাত্র ঠিকানা নয়। তার নান্দনিক প্রকাশ আমাদের দৈনন্দিন জীবনে। মানুষের যাপনের খুঁটিনাটিতেই মিশে থাকে অযুত শিল্প-সম্ভাবনা। ঠিক এই ভাবনা থেকেইক শিল্পকে উন্মুক্ত পরিসরে মানুষের জীবনের সঙ্গে মিলিয়ে-মিশিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন শহর কলকাতার শিল্পীরা। আর তাঁদের সেই আয়োজনের ফলশ্রুতি ‘বেহালা আর্ট ফেস্ট’ । ২০২৩-এ চতুর্থ বছরে পা দেবে এই ব্যতিক্রমী উদযাপন।
advertisement
আগামী শুক্রবার ৩ ফেব্রুয়ারি শুরু চতুর্থ বেহালা আর্ট ফেস্টিভ্যাল। চলবে ৫ ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। বেহালা ১৪ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন অঞ্চলে। এ বারের কেন্দ্রীয় ভাবনা 'মুক্তি'।
আরও পড়ুন: 'বাংলা বলে নয়, যে-ছবি ইচ্ছে দেখুন', পাঠান ও বাংলা ছবি বিতর্কে চিন্তিত নন অঞ্জন
আরও পড়ুন: বাংলা ছবি কবে পাবে পাঠানের মতো সাফল্য, ‘নেটওয়ার্ক’ সমস্যার কথা তুললেন অঞ্জন
সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক বিভিন্ন স্তরের বন্ধন থেকে মুক্তি বা মুক্তির জন্য মানুষের গভীর-উপস্থিতিই ফুঁটে উঠবে ১৮ জন শিল্পীর বিভিন্ন শিল্পকর্মে। চতুর্থ বেহালা আর্ট ফেস্টে ভারতের শিল্পীদের সঙ্গেই অংশ নেবেন বাংলাদেশ, ফিলিপাইন্স এবং ভিয়েতনামের শিল্পীরা। বেহালা নতুন দলের সহযোগিতায় শিল্পী সনাতন দিন্দার অভিনব প্রয়াস এই বেহালা আর্ট ফেস্টিভেল।
সনাতন জানালেন, এবারের বেহালা আর্ট ফেস্টিভ্যাল উৎসর্গ করা হয়েছে পরিচালক ঋত্বিক ঘটক স্মরণে। শতবর্ষের পরিচালক মৃণাল সেন এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনকে উৎসর্গ করা হয়েছে এ বারের শিল্প উৎসব। এবারের আর্ট ফেস্টিভ্যালের চেয়ারম্যান সন্দীপ ভুতোরিয়া জানালেন, 'এমন একটি শিল্পকর্মের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পেরে ভাল লাগছে। আমি সব সময় নান্দনিক যে কোনো শিল্পকর্মে উৎসাহ দিয়েছি এবং পাশে থেকেছি'।