TRENDING:

Bollywood on Bappi Lahiri: কেন পৃথিবী থেকে এমন মানুষগুলো চলে যায়? ডিস্কো কিং বাপ্পি লাহিড়িকে হারিয়ে মন খারাপ বলিউডের

Last Updated:

বলিউডকে ডিস্কো শিখিয়েছিলেন বাপ্পি লাহিড়ি। জীবনের অন্যতম সেরা কিছু কম্পোজিশন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকেই দিয়ে গেলেন বাঙালি বাপ্পি লাহিড়ি (Bollywood on Bappi Lahiri)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ফের সঙ্গীতের জগতে নক্ষত্রপতন। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাপ্পি লাহিড়ির (Bappi Lahiri Death)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। বাবা-মায়ের নাম রাখা অলোকেশ লাহিড়ি হয়ে উঠেছিলেন সকলের প্রিয় বাপ্পিদা। ১৯৫২ সালে বাংলাদেশের সিরাজগঞ্জে জন্মেছিলেন বাপি লাহিড়ি। এই সিরাজগঞ্জ পরে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির জেলার মধ্যে পড়ে। বাবা অপরেশ লাহিড়ি ও মা বাঁশরি লাহিড়ি দু'জনেই সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন। গান গাইতেন, যন্ত্রসঙ্গীতেও পারদর্শী ছিলেন। তাঁদের একমাত্র ছেলে অলোকেশ সেই জলপাইগুড়ি থেকে হলিউড পর্যন্ত পৌঁছেছিলেন নিজের কাজের গুণে (Bollywood on Bappi Lahiri)।
advertisement

advertisement

বলিউডকে ডিস্কো শিখিয়েছিলেন বাপ্পি লাহিড়ি। জীবনের অন্যতম সেরা কিছু কম্পোজিশন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকেই দিয়ে গেলেন বাঙালি বাপ্পি লাহিড়ি (Bollywood on Bappi Lahiri)। এদিন তাঁর প্রয়াণে মন খারাপ গোটা বলিউডের। সোশ্যাল মিডিয়ায় বাপ্পি লাহিড়িকে নিয়ে নিজেদের মনের কথা লিখেছেন তারকারা। অক্ষয় কুমার, চিরঞ্জীবী, বিদ্যা বালন, করণ জোহর, হেমা মালিনী, অনুপম খের, কাজল, অজয় দেবগণ-এর মতো একাধিক তারকা এদিন ট্যুইট করে শোকজ্ঞাপন করেছেন (Bollywood on Bappi Lahiri)।

আরও পড়ুন: সোনার গয়নায় মুড়ে থাকতেন বাপ্পি লাহিড়ি, সোনার প্রতি কেন এত টান ছিল জানেন?

অনুপম খের একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে তিনি প্রশ্ন করেছেন, 'কেন এমন মানুষগুলো পৃথিবী থেকে চলে যান যাঁরা এত সুখ এত গান দিয়েছেন অন্যের জীবনে?' কাজল লিখেছেন, 'আজ ডিস্কো কিংকে হারালাম আমরা। ... উনি একজন অসামান্য মানুষ ছিলেন'। অক্ষয় কুমার লিখেছেন, 'মিউজিক জগতের আরেক নক্ষত্রকে আজ আমরা হারলাম।' বিদ্যা বালনকে বাপ্পি লাহিড়ি যেভাবে ডাকতেন, সেই উচ্চারণ ছিল একেবারে বাঙালি উচ্চারণ বিদ্দা। এদিন শোকপ্রকাশ করে সে কথা মনে করেছেন নায়িকা।

আরও পড়ুন: জলপাইগুড়ি থেকে হলিউড, বাঙালি ছেলে 'বাপ্পিদা'র অসাধারণ কীর্তি নাচ শিখিয়েছে বিশ্ববাসীকে!

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

আশির দশকের বলিউডে উল্কা গতিতে তাঁর উত্থান। পরপর হিন্দি ছবিতে কম্পোজ করা সুর থেকে তাঁর গানে বুঁদ হয়েছিল আসমুদ্রহিমাচল। মিঠুন চক্রবর্তীর ‘ডিস্কো ডান্সার’ ছবির মিউজিক কম্পোজ করে রাতারাতি সুপারস্টারে পরিণত হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। তাঁর জনপ্রিয়তা ভারতের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ে বিদেশে। এরপর থেকেই ডিস্কো কিং' নামে পরিচিতি লাভ করেন এই বাঙালি গায়ক।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood on Bappi Lahiri: কেন পৃথিবী থেকে এমন মানুষগুলো চলে যায়? ডিস্কো কিং বাপ্পি লাহিড়িকে হারিয়ে মন খারাপ বলিউডের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল