'ডিস্কো ডান্সার' মিঠুনকে (Mithun Chakraborty) বলিউডের সেরা নায়কদের তালিকায় এনে ফেলে। অথচ এর আগেও এই ছেলেটার ঝুলিতে বেশ কিছু ছবি ছিল। কিন্তু মানুষের নজরে যেন এসেও আসছিল না। ততদিনে মৃণাল সেনের পরিচালনায় ১৯৭৬ 'মৃগয়া' ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার মিঠুনের ঝুলিতে। কিন্তু বলিউডে মাটি পেতে সময় লাগছিল তাঁর। সব রাস্তা যেন এক ঝটকায় সেদিন খুলে দিয়েছিল, 'ডিস্কো ডান্সার'। তারপরেরটা ইতিহাস।
advertisement
বাস্তব জীবনেও তাঁদের সম্পর্ক ছিল দারুণ(Bappi Lahiri-Mithun Chakraborty)। যখন যেখানে তাঁদের দেখা হয়েছে আড্ডায় জমে গিয়েছেন তাঁরা। এমনকি মিঠুনের কাছে একবার 'ডিস্কো ডান্সার'-এর স্টেপ শিখতে চেয়েছিলেন বাপ্পি লাহিড়ি। দু'জনেই বাংলার ছেলে। বাঙালি। একে অপরের জন্য একেবারে মানানসই ছিলেন তাঁরা। অনেকেই বলেন বাপ্পিদার জন্যই মিঠুনকে পেয়েছে বলিউড। এ কথা কিছুটা হলেও সত্যি।
আরও পড়ুন: প্রয়াত বাপ্পি লাহিড়ি, বয়স হয়েছিল ৬৯! সুরের জগতে ফের ইন্দ্রপতন
তবে শুধু ডিস্কো ডান্সার নয় বহু ছবিতেই এর পর জুটি বেঁধেছেন মিঠুন-বাপ্পিদা(Bappi Lahiri-Mithun Chakraborty)। বাপ্পিদার সুরে মিঠুনের অভিনয়ে ফের জমে উঠেছিল , "দেখা হ্যায় মেয়নে তুমহে ফির সে'," ইয়াদ আ রহা হ্যায়', "পেয়ার কভি কম নেহি করনা', "দিল থা একেলে একেলে'র মতো বহু গান যেন শুধু এই দুইয়ের জুটিতেই সম্ভব ছিল। আজ বাপ্পিদার মৃত্যুতে শোকস্তব্ধ গোটা বলিউড। তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর। মিঠুনের থেকে সামান্য বয়সে ছোটই ছিলেন তিনি। বাপ্পির চলে যাওয়ায় স্মৃতিভারে ভারাক্রান্ত মিঠুনও। তবে পৃথিবী মনে রাখবে এই জুটির স্মরণীয় সেই গানের যুগ।