প্রায় দশ বছর ধরে ডায়াবেটিসে ভুগছিলেন আকবর। তার মধ্যে কিডনির সমস্যা। একাধিক বার বিদেশে গিয়ে চিকিৎসা করানো হয়েছে তাঁর। তাঁকে অর্থসাহায্য করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদানও দিয়েছিলেন।
আরও পড়ুন: আর দেরি নেই, আসছে রানু মণ্ডলের বায়োপিক! দেখে নিন ফার্স্ট লুক
advertisement
গায়কের শরীরে সোডিয়াম, হিমোগ্লোবিন এবং ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে। তবে একটি মোটর বাইক দুর্ঘটনার পরেই গায়কের পায়ে গুরুতর আঘাত লাগে। সঙ্গে ডায়াবেটিস থাকায় সব মিলিয়ে শারীরিক পরিস্থিতির অবনতি।
আরও পড়ুন: ভয়াবহ গ্যাস বেলুন বিস্ফোরণ, আগুনে দগ্ধ 'মিরাক্কেল'-এর জনপ্রিয় কৌতুক অভিনেতা আবু হেনা রনি
এক সময়ে যশোরে রিক্সা চালিয়ে সংসার টানতেন আকবর। কিশোর কুমারের 'একদিন পাখি উড়ে' গানের কভার করে পরিচিতি পান তিনি। তার পর 'তোমার হাতপাখার বাতাসে' গানটি ব্যাপক সাড়া ফেলে দেয় সারা দেশে। এমনকি বিদেশেও। কোনও দিন গান শেখেননি আকবর। কিন্তু তাঁর দরাজ গলা-ই তাঁকে প্রশিক্ষণের উর্ধে নিয়ে গিয়েছিল।