বাংলাদেশের এক সংবাদমাধ্যম সূত্রে খবর, ঢাকার এক হাসপাতালে ভর্তি ছিলেন পরীমণির দাদু। বার্ধক্যজনিত সমস্যার কারণেই প্রয়াত তিনি। সূত্রের খবর, দাদুর বয়স সম্ভবত ১০০ ছাড়িয়েছিল।
আরও পড়ুন: দরজা ভেঙে উদ্ধার নিথর দেহ! চলে গেলেন পরিচালক রাজ কুমার, নায়ক আরমান-পিতার জীবনাবসান
পরীমণির ম্যানেজার তুরাণ মুন্সী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দাদুর জন্মস্থান পিরোজপুরের ভান্ডারিয়ায় তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাঁর স্ত্রীর মরদেহের পাশেই তাঁকে কবর দেওয়া হবে।
advertisement
যিনি পরীমণির সঙ্গে পিরোজপুরে ছিলেন পরিচালক চয়নিকা চৌধুরী। তিনি বলেন, “যাঁরা পরীমণির সবচেয়ে কাছের, তাঁরা জানেন দাদু তাঁর কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলেন। দাদুর মৃত্যুতে পরীমণি সম্পূর্ণভাবে বিধ্বস্ত, এবং আমরা কীভাবে তাঁকে সান্ত্বনা দিতে পারি, তা জানি না।”
খুব ছোটবেলায় মা-বাবাকে হারিয়েছেন পরীমণি। তাঁর মায়ের বাবা, দাদুই পরীমণিকে বড় করেছেন। কঠিন সময়ে দাদুই তাঁর পাশে দাঁড়িয়েছেন বারবার। সেই দাদুই এবার একা ফেলে চলে গেলেন এক মা-ছেলেকে।