Director Raj Kumar Kohli Death: দরজা ভেঙে উদ্ধার নিথর দেহ! চলে গেলেন পরিচালক রাজ কুমার, নায়ক আরমান-পিতার জীবনাবসান

Last Updated:

Director Raj Kumar Kohli Death: ছেলে আরমানের কেরিয়ার তৈরি করেছিলেন তাঁর বাবা-ই। রাজ কুমারের দু’টি ছবিতেই আরমান শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। সেই দুই ছবি হল ‘বদলে কি আগ’ (১৯৮২) এবং ‘রাজ তিলক’ (১৯৮৪)।

দরজা ভেঙে মিলল নিথর দেহ! চলে গেলেন পরিচালক রাজ কুমার, নায়ক আরমান-পিতার জীবনাবসান
দরজা ভেঙে মিলল নিথর দেহ! চলে গেলেন পরিচালক রাজ কুমার, নায়ক আরমান-পিতার জীবনাবসান
মুম্বই: প্রয়াত পরিচালক রাজ কুমার কোহলি। সংবাদমাধ্যম সূত্রে খবর, আজ, শুক্রবার সকাল ৮টা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন অভিনেতা আরমান কোহলির বাবা। আরমানের ঘনিষ্ঠ বন্ধু বিজয় গ্রোভার এই দুঃসংবাদটি নিশ্চিত করেছেন। আজই সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হবে রাজ কুমার কোহলির।
জানা গিয়েছে, আজ সকালে স্নান করতে গিয়েছিলেন রাজ কুমার। কিন্তু অনেকক্ষণ বেরচ্ছেন না দেখে সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। সূত্রের খবর, ছেলে আরমান তখন বাথরুমের দরজা ভেঙে ফেলতে বাধ্য হন। দেখেন, তাঁর বাবা বাথরুমের মেঝেতে পড়ে রয়েছেন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। হাসপাতালেই চিকিৎসকরা পরে তাঁকে মৃত ঘোষণা করেন।
advertisement
advertisement
ছেলে আরমানের কেরিয়ার তৈরি করেছিলেন তাঁর বাবা-ই। রাজ কুমারের দু’টি ছবিতেই আরমান শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছিলেন। সেই দুই ছবি হল ‘বদলে কি আগ’ (১৯৮২) এবং ‘রাজ তিলক’ (১৯৮৪)। ফের ১৯৯২ সালে ‘বিরোধী’-তে আরমানকে মুখ্য ভূমিকায় কাস্ট করেন তাঁর বাবা। কিন্তু তার পরেও সেভাবে বলিউডে নিজের পায়ের জমি শক্ত করতে পারেননি আরমান।
advertisement
পরবর্তীকালে আরমান খ্যাতি অর্জন করেন সলমন খানের শো ‘বিগ বস’-এ অংশগ্রহণ করে। সহ প্রতিযোগী তনিশা মুখোপাধ্যায়ের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হওয়ার পর আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন তিনি। পরে অবশ্য সেই শো-তেই আর এক প্রতিযোগী সোফিয়া হায়াতকে শারীরিক হেনস্থার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়। যদিও ২৪ ঘণ্টার মধ্যেই তিনি জামিনে ছাড়া পেয়ে যান।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Director Raj Kumar Kohli Death: দরজা ভেঙে উদ্ধার নিথর দেহ! চলে গেলেন পরিচালক রাজ কুমার, নায়ক আরমান-পিতার জীবনাবসান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement