ওপার বাংলার সংবাদসূত্রে খবর, বড়পর্দায় আসছেন আফরান। সেই কারণে বডি ট্রান্সফরমেশনও করেছেন তিনি। কিন্তু এই জল্পনাকে 'আংশিক সত্য' বলে উল্লেখ করেছেন নিশো। তাঁর ভাষায়, '' বড় পর্দায় আসার প্রস্তুতি অনেক আগে থেকেই চলছে। ব্যাটে-বলে সিংক হলেই আমার বড় পর্দায় আসা হবে।'' তিনি আরও জানান, '' ২০ দিনে প্রায় ৭ কেজি ওজন কমিয়েছি। ফিল্মের ক্ষেত্রে বডি ট্রান্সফরমেশন দরকার, আমি সেই চেষ্টাই করছি।''
advertisement
আরও পড়ুন: আমরা পরিবার!দুই প্রাক্তন স্ত্রী, রীনা-কিরণের সঙ্গে সপ্তাহে একবার দেখা করি: আমির খান
আরও পড়ুন: জাতির জনক যেমন মাথা উঁচু করে দেশকে স্বাধীন করেছে, ঠিক তেমনই পদ্মা সেতু: জয়া এহসান
ছোটপর্দায় ‘বাঁচিবার হলো তার সাধ’, ‘পেয়িং গেস্ট’- এর মতো একাধিক প্রোগ্রামে থাকছেন নিশো । অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্ম চরকি-তে আসছে নিশো অভিনীত সিরিজ ‘সিন্ডিকেট’! 'হইচই'-এ মুক্তিপ্রাপ্ত সিরিজ ‘কাইজার’-এ বিপুল প্রশংসিত নিশো।