মেগার প্রথম প্রোমোতে দেখা গিয়েছে গল্পের নায়িকা একটি বক্সিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আসে। তার শারীরিক সমস্যার কারণে তাকে ইনহেলার নিতে দেখে এই প্রতিযোগিতা অংশগ্রহণে বাধা দেয় আয়োজকরা। তখন সে অনুরোধ জানায়, তাকে সুযোগ দেওয়ার জন্য।
আরও পড়ুন- 'পঞ্চমী' পাড়ি দিল দক্ষিণ ভারতে! তাও একেবারে নতুন নামে
advertisement
কারণ এই প্রতিযোগিতায় জিতলে ১০০০০ টাকা পুরস্কার পাওয়া যাবে। এই টাকা পেলে তা দিয়ে সে তার মায়ের ডায়ালিসিস করাবে। কিন্তু এতেও কোন কাজ হয় না। তাকে সেখান থেকে খালি হাতে ফিরে আসতে হয়। অনেক বাধাবিপত্তি পেরিয়ে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে সে।
আরও পড়ুন- অনির্বাণে মুগ্ধ রানি! তাঁর সুপারিশেই 'মিস্টার চ্যাটার্জি' হয়ে ওঠেন অভিনেতা
তবে আপাতত 'ফুলকি'র প্রোমো এলেও সেখানে জানানো হয়নি যে, কবে থেকে কোন সময় শুরু হবে এই সিরিয়াল। অন্য দিকে, 'মিঠাই' শেষ হচ্ছে কি না সে বিষয়ে পরিচালক রাজেন্দ্রপ্রসাদ দাস একটি সংবাদ মাধ্যমকে জানান, কিছু শুরু হলে শেষ হবেই। কিন্তু এখনও পর্যন্ত তাঁর কাছে এ বিষয়ে কোনও খবর নেই চ্যানেলের তরফ থেকে। তিনি আরও জানান যে, যখন এর আগেও 'মিঠাই'য়ের নম্বর টিআরপি তালিকায় তলানিতে ঠেকে ছিল কিংবা 'মিঠাই'য়ের সম্প্রচারের সময় পরিবর্তন করা হয়েছিল, তখনও এই গুঞ্জন উঠেছিল। কিন্তু তা সত্ত্বেও মিঠাই চলছে। কিন্তু এ বিষয়ে তিনি এ বিষয়ে আপাতত কিছু বলতে পারবেন না।