সূত্রের খবর, গণেশ চতুর্থী উপলক্ষে মুম্বই ছেড়ে মুর্শিদাবাদে এলেন বাদশা। অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে উপস্থিত হন তিনি। জিয়াগঞ্জ শহর ঘুরে শহরটাকে ভালবেসে ফেললেন বাদশা। শহরের নানা প্রান্ত ঘুরে দেখেন তিনি। অরিজিৎ যেখানে বসে সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেন সেই শিবতলার ঘাটেও তিনি যান। সেখানে গিয়ে একসঙ্গে চা খান দু’জনে।
advertisement
বুধবার দুপুরে গায়ক অরিজিতের সঙ্গে মধ্যাহ্ন ভোজন করেন মুম্বইয়ের বিখ্যাত ব়্যাপার বাদশা। জানা গিয়েছে দুজনের যুগলবন্দি আসতে চলেছে। অরিজিতের ষ্টুডিওতে গিয়ে একসঙ্গে সুরও মিলিয়েছেন। গণেশ চতুর্থী উপলক্ষ্যে অরিজিতের ডাকে গায়কের বাড়িতে এসে উপস্থিত হন মঙ্গলবারে।
আরও পড়ুন: আব্রামের কাছে প্রমাণ করতে হবে নিজেকে, বড় ছেলে আরিয়ানই নাকি শাহরুখকে সাহস জুগিয়েছিলেন
বুধবার রাতে অরিজিৎ স্কুটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আসেন আর তার ঠিক পিছনে অন্য একটি স্কুটিতে বসে ছিলেন ব়্যাপার বাদশা। অনুরাগীরা সেই মুহুর্ত ফ্রেমবন্দি করেন। তাঁদেরকে এক ঝলক দেখে অনেকে অবাক হয়ে যান। বাদশার মাথায় টুপি, কালো টি-শার্ট ও হাফ প্যান্ট, অন্যদিকে সাদা বা কোনও হালকা রঙের টি-শার্টে দেখা গিয়েছিল অরিজিৎকে।
কৌশিক অধিকারী