Nayanthara-Shah Rukh Khan: আর কোনওদিন বলিউডে অভিনয় করবেন না 'জওয়ান'-এর নায়িকা? অ্যাটলির প্রতি বিরক্ত নয়নতারা! চাঞ্চল্য সিনেপাড়়ায়
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
বর্তমানে নয়নতারা 'জওয়ান' নিয়ে বেশ বিরক্ত হয়েছেন বলে শোনা গিয়েছে। অনেকের অনুমান নয়নতারা বলিউডের তাঁর প্রথম কাজ নিয়ে খুব একটা খুশি নন। অভিনেত্রীর চরিত্রটিকে নাকি 'সাইডলাইন' করা হয়েছে।
advertisement
advertisement
একটি সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে অভিনেত্রীর বলিউডে আর কোনও কাজ করার তেমন ইচ্ছে নেই। তিনি নাকি অ্যাটলির প্রতি খুব বিরক্ত। কারণ ছবিতে তাঁর অভিনীত বেশকিছু অংশ বাদ দেওয়া হয়েছে। তাছাড়াও, তিনি মূল চরিত্রে থাকার সরত্বেও দীপিকা পাডুকোনের চরিত্রকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। অভিনেত্রীর চরিত্রটিকে নাকি 'সাইডলাইন' করা হয়েছে।
advertisement
দীপিকা এর আগে শাহরুখের সঙ্গে একাধিক কাজ করেছেন। 'জওয়ান' তাঁর একটি ক্যামিও ছিল, কিন্তু তাঁর চরিত্রটি দর্শকদের কাছে বেশি প্রশংসিত হয়েছে। তাই অনেকেই মনে করছেন এটা মোটেও ক্যামিও ছিল না। 'জওয়ান'কেও শাহরুখ-দীপিকার অন্যান্য ছবির মতো করেই দেখানো হয়েছে। তাই অনেকে মনে করছেন নাকি নয়নতারা সিদ্ধান্ত নিয়েছেন তিনি এই মুহূর্তে আর বলিউডে কাজ করবেন না।
advertisement
প্রসঙ্গত, নয়নতারা 'জওয়ান' সমস্ত প্রচারমূলক অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। এমনকি তিনি গত সপ্তাহে মুম্বইয়ে অনুষ্ঠিত সাকসেস পার্টিতেও উপস্থিত ছিলেন না। অনুষ্ঠানে শাহরুখ থেকে শুরু করে দীপিকা, বিজয় সেতুপতি, অনিরুদ্ধ রবিচন্দর, অ্যাটলি, সানিয়া মালহোত্রা এবং রিধি ডোগরা ছবির সব কলাকুশলীরাই উপস্থিত ছিলেন।
advertisement