Shah Rukh Khan: আব্রামের কাছে প্রমাণ করতে হবে নিজেকে, বড় ছেলে আরিয়ানই নাকি শাহরুখকে সাহস জুগিয়েছিলেন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
সকলের স্বপ্নের নায়ক শাহরুখকে কিনা এবার নিজের তারকা হওয়ার প্রমাণ দিতে হবে?
advertisement
এখনও দেশবাসী তাঁর সিনেমা দেখার জন্য একই ভাবে রাত জাগে। ছবি মুক্তির দিন উচ্ছ্বাস উদ্দীপনা থাকে তুঙ্গে। তাঁর ছবি নতুন করে প্রাণ দেয় বহু বন্ধ হতে বসা হলকে। তাঁকে একটি বার কেবল চোখের দেখা দেখার জন্য মন্নতের বাইরে ভিড় জমে হাজার হাজার ভক্তের। কিন্তু সকলের স্বপ্নের নায়ক শাহরুখকে কিনা এবার নিজের তারকা হওয়ার প্রমাণ দিতে হবে?
advertisement
advertisement
শাহরুখ জানান, আরিয়ান এসে তাঁকে বলেন বড় হওয়ার সময়ে সে বাবাকে নিয়ে সকলের মধ্যে যে উচ্ছ্বাস তা দেখেছে। মেয়ে সুহানাও তার ব্যতিক্রম নয়। কিন্তু ছোট্ট আব্রাম কেবল জানে যে বাবা একজন তারকা। কিন্তু সে নিজে সেভাবে অনুভব করেনি। তাই ওর জন্য অন্তত্য পাঁচটা সিনেমা হিট হতে হবে। যাতে আব্রামও তার দাদা-দিদির মতো বাবার স্টারডমটা অনুভব করে।
advertisement