এক ঝলক রয়েছেন আমির খান, এক ঝলক রয়েছেন শাহরুখ খানও। তবে দর্শকের কতটা মন ভরল এই ট্রেলারে তা নিয়ে মতভেদ রয়েছে। মূলত বলিউডের বাইরের এক নায়কের লড়াই দেখানো হয়েছে।
আরও পড়ুন: তারাপীঠে ভিড় বাড়বে আরও, সুজিত বসু পৌঁছেই দিলেন বড় আশ্বাস! কী তৈরি হচ্ছে জানেন?
বলিউডের রাঘব বোয়ালদের ‘দাদাগিরি’ থেকে আন্ডারওয়ার্ল্ড যোগ, ‘ইডলি-বড়া পাও’ তরজা থেকে এক মধ্যবিত্ত বাড়ির ছেলের সুপারস্টার হয়ে ওঠার নেপথ্যকাহিনি, এক সিরিজেই যাবতীয় প্লট রেখে গল্প বুনেছেন বাদশার ছেলে আরিয়ান খান।
advertisement
তবে চমক এখানেই শেষ নয়, সলমান খানও রয়েছেন এই সিরিজে। আরিয়ান খান পরিচালিত সিরিজে কোন চরিত্রে দেখা যাবে ইন্ডাস্ট্রির ‘তিন খান’কে? উত্তর পেতে অপেক্ষার আর মাত্র ১০ দিন। কারণ আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ব্যাডস অফ বলিউড’।
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
September 08, 2025 7:32 PM IST