বেশ কিছু সর্ব ভারতীয় সংবাদ মাধ্যম থেকে জানা গিয়েছে, মোহালির এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আয়ুষ্মানের পিতা কিন্তু চিকিৎসকদের বহু চেষ্টার পরেও তাঁকে বাঁচানো যায়নি।
আরও পড়ুন: এত খারাপ? অরিজিতের গানে আতঙ্কিত হয়ে কান্না! ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় গায়িকা
আয়ুষ্মান খুরানার ভাই অপারশক্তির মুখপাত্রের তরফে একটি বিবৃতি জারি করে পি খুরানার মৃত্যু সংবাদ জানানো হয়। বিবৃতিতে লেখা হয় ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আয়ুষ্মান ও অপারশক্তি খুরানার বাবা জ্যোতিষী পি খুরানা আজ সকাল সাড়ে ১০টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।” শুক্রবারবিকেল ৫.৩০ মিনিটে নাগাদ তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুন: আধ্যাত্মিক ভাবেই সম্পূর্ণ হল বাগদান! পরিণীতি-রাঘবের অদেখা ছবি দেখলে চমকে যাবেন
বাবার সঙ্গে বন্ধুর মতো সম্পর্ক ছিল দুই অভিনেতার। ২০২০ সালে, আয়ুষ্মান খুরানা বাবার জন্মদিনে তাঁর সঙ্গে একটি ছবি পোস্ট করেন। জন্মদিনে বাবাকে অভিনন্দন জানিয়ে, তাঁকে বিশ্বের সেরা পিতা হিসাবে বর্ণনা করেন অভিনেতা।
প্রয়াত পি খুরানা আইনের ছাত্র ছিলেন বলে জানা গিয়েছে। তবে জ্যোতিষচর্চাতেই বেশি আগ্রহী ছিলেন তিনি। জ্যোতিষবিদ্যার বেশ কিছু বইও লিখেছিলেন। পি খুরানার হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ পরিবার ও বন্ধুমহল।