TRENDING:

ইনিই কী সেই আয়েশা টাকিয়া !

Last Updated:

বলিউডে প্রথম পা দিয়েছিলেন ইমতিয়াজ আলির ছবি ‘সোচা না থা’ দিয়েই৷ জুটি বেঁধেছিলেন অভয় দেওলের সঙ্গে ৷ সে সময়, বলিউডের মিষ্টি

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিউডে প্রথম পা দিয়েছিলেন ইমতিয়াজ আলির ছবি ‘সোচা না থা’ দিয়েই৷ জুটি বেঁধেছিলেন অভয় দেওলের সঙ্গে ৷ সে সময়, বলিউডের মিষ্টি নায়িকা হিসেবেই নাম নিয়েছিলেন আয়েশা টাকিয়া ৷ পরে অবশ্য নিজের অভিনয়ের জোরে একে একে বড় বড় নায়কদের সঙ্গে কাজ করেছিলেন আয়েশা ৷
advertisement

ছবি: আয়েশার ইনস্টাগ্রাম ৷

সলমন খানের সঙ্গে জুটি বেঁধে ‘ওয়ান্টেড’ ছবি আয়েশাকে দিয়েছিল নতুন পরিচয় ৷ তবে অভিনেত্রী হিসেবে নিজেকে আয়েশা তুলে ধরেন নাগেশ কুক্কুনুরের ছবি ‘ডোর’ দিয়েই ৷ তবে ফিল্মি কেরিয়ারে ইতি টেনে আয়েশা দ্রুত মন দেন সংসারে ৷ তারপর সিনেমা থেকে একেবারে বেপাত্তা !

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সেই আয়েশা টাকিয়াই আবার খবরে, সৌজন্যে তাঁর প্লাসটিক সার্জারি ৷ ঠোঁটে সার্জারি করে, ইনস্টাগ্রামে ছবি দিতেই আয়েশা সোশ্যাল নেটওয়ার্কিংয়ে সরগরম ! আয়েশার নতুন লুক দেখে সবাই হতবাক !

বাংলা খবর/ খবর/বিনোদন/
ইনিই কী সেই আয়েশা টাকিয়া !