তাঁর চিকিৎসা চলাকালীন হঠাৎ একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যাচ্ছে, লাল আলো জ্বলছে ক্লাবে। নাচ-গান চলছে। বন্ধুদের সঙ্গে বসে রয়েছেন রাহুল। টেবিলের উপর মহিলারা অন্তর্বাস পরে নাচ করছেন। ভিডিওর ক্যাপশনে লেখা, ‘চিকিৎসা চলাকালীন ইংল্যান্ডের স্ট্রিপ ক্লাবে দেখা গেল কেএল রাহুলকে।’ দাবি করা হল, এই ভিডিও সাম্প্রতিক সময়ের।
advertisement
আরও পড়ুন: হেপাটাইটিসের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের অবসান, প্রয়াত ‘রুট ৬৬’-এর তারকা জর্জ মাহারিস!
ভিডিও ভাইরাল হতে না হতেই রাহুলকে তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়। তাঁর খেলার পারফর্ম্যান্স থেকে শুরু করে জীবনযাপন, সব নিয়ে কথা শুনতে হয় রাহুলকে।
ক্রিকেটার এই বিষয়ে মুখ খুলতে রাজি না হলেও স্ত্রী, সুনীল শেট্টির কন্যা আথিয়া মাঠে নামেন স্বামীর পক্ষ নিতে। স্ট্রিপ ক্লাবে যাওয়ার গুঞ্জন নিয়ে ইনস্টাগ্রানে আথিয়া লেখেন, ‘সাধারণত আমি কোনও বিষয়ে কথা বলা পছন্দ করি না। কিন্তু কখনও কখনও নিজের জন্য পক্ষ নেওয়া উচিত। রাহুল এবং আমি কয়েক জন বন্ধুর সঙ্গে এক জায়গায় খেতে গিয়েছিলাম। সেটি মোটেও স্ট্রিপ ক্লাব নয়। অপ্রাসঙ্গিক কথা বলা বন্ধ করুন। কোনও মন্তব্য করার আগে তথ্য জেনে নিন।’