আরও পড়ুন- ভারতে মাঙ্কিপক্স সতর্কতা! বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষার নির্দেশ কেন্দ্রের
জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অফ লংগিং’ চলচ্চিত্রের প্রিমিয়ারে অংশগ্রহণকারী টিল্ডা সুইন্টন এবং ইদ্রিস এলবা সহ সন্ধ্যার অতিথিদের প্যারেড এই আকস্মিক প্রতিবাদে সামান্য বাধাপ্রাপ্ত হয়। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, গত মাসেই ছোট শিশুদের যৌন নিপীড়ন সহ রাশিয়ান সৈন্যদের দখলে থাকা এলাকায় ‘শয়ে শয়ে ধর্ষণের ঘটনা’র খবর মিলেছে। প্রাক্তন অভিনেতা জেলেনস্কি, মঙ্গলবার কান চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর দেশের জন্য সাহায্য চেয়ে একটি ভিডিও আবেদন সম্প্রচার করেন।
advertisement
আরও পড়ুন- ফের ২৫ জনের মৃত্যু করোনায়, ভারতে নতুন করে কোভিড-১৯ সংক্রামিত ২,৩২৩ জন!
বৃহস্পতিবার, গত মাসে রাশিয়ান সৈন্য বাহিনীর হাতে ইউক্রেনে নিহত লিথুয়ানিয়ান পরিচালক মানতাস কেভেদারাভিসিয়াসের একটি তথ্যচিত্র ‘মারিউপোলিস ২’ এর বিশেষ স্ক্রিনিং হয় কান চলচ্চিত্র উৎসবে। যুদ্ধ ইতিমধ্যেই এই বিখ্যাত চলচ্চিত্র উৎসবের অন্যতম প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ইউক্রেনের বিপর্যস্ত চলচ্চিত্র নির্মাতাদের জন্য শনিবারকে বিশেষ দিন হিসেবে ধার্য করা হয়েছে। ইউক্রেনের অন্যতম বিখ্যাত পরিচালক সার্জেই লোজনিতসার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান শহরগুলিতে বোমা হামলার বিষয়ে তৈরি ‘The Natural History of Destruction’ চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।