আশিস জানান, ফুড ভ্লগিং করতে গিয়েই রূপালির সঙ্গে তাঁর আলাপ থেকে বন্ধুত্ব। তখন প্রথম স্ত্রী রাজশির সঙ্গে অভিনেতার পথ আলাদা হয়েছে। পাঁচ বছর আগে রূপালি হারিয়েছিলেন তাঁর স্বামীকে। তাঁর জীবনের যাবতীয় গল্প জেনেছিলেন আশিস। বুঝেছিলেন, কতটা যন্ত্রণা পেতে হয়েছে তাঁকে। স্বামীকে হারানোর পর দ্বিতীয় বার আর বিয়ের কথা ভাবেননি রূপালি।
advertisement
আরও পড়ুন: প্লেনের মধ্যে এসব কী! আর একটু হলেই ধরা পড়তেন হাতেনাতে, করণের কীর্তি ফাঁস হতেই তোলপাড়
আরও পড়ুন: চুল-দাঁড়িতে ঢাকা মুখ, কালো চশমা পড়া অভিনেতাকে চিনতে পারছেন? ৯৯ শতাংশই ডাহা ফেল
আশিসের কথায়, “আমরা একে অপরের সঙ্গে অনেক কথা বলেছিলাম। আমাদের মনে হয়েছিল, ও আবার নতুন করে জীবন শুরু করতে পারে। দ্বিতীয় বার বিয়ে করতে পারে। আমার খুবই ভাল লাগে যে আমি এমন একজন মানুষের সঙ্গে রয়েছি যে জীবনকে একটু অন্য ভাবে দেখতে পারে। ওর বয়স ৫০, আমার ৫৭। আমরা কেন একসঙ্গে জীবন কাটাতে পারি না? আমার কাছে দায়িত্বপালনই সব। আগাগোড়াই তা গুরুত্ব পেয়ে এসেছে।”
প্রাক্তন স্ত্রী রাজশি বড়ুয়া অর্থাৎ পিলুর সঙ্গে আশিসের পথ আলাদা হলেও নেই কোনও তিক্ততা। অভিনেতার কাছে পিলু শুধু তাঁর সন্তানের মা নন, একজন বন্ধুও। আশিসের কথায়, “কোনও রকম যন্ত্রণা ছাড়াই এত কিছু ঘটেনি। যে কোনও বিচ্ছেদই যন্ত্রণার। খুবই কঠিন। আমি আর পিলু, দু’জনেই খুব কষ্ট পেয়েছি। কিন্তু সেই কষ্ট কাটিয়ে উঠব না তা সঙ্গে করে নিয়েই চলব, সেটা নিজেদেরই ঠিক করতে হবে।”