Viral Photos: চুল-দাঁড়িতে ঢাকা মুখ, কালো চশমা পড়া অভিনেতাকে চিনতে পারছেন? ৯৯ শতাংশই ডাহা ফেল

Last Updated:

বেগুনি রঙের সোয়েট শার্ট,মাথা ভর্তি বড় চুল, গাল ভর্তি দাড়ি, চোখে কালো চশমা পরা ব্যক্তিটিকে সকাল সকাল বিমানবন্দরে দেখে সকলেই খানিক চমকে গেছেন৷ কে এই ব্যক্তি?

বেগুনি রঙের সোয়েট শার্ট,মাথা ভর্তি বড় চুল, গাল ভর্তি দাড়ি, চোখে কালো চশমা পরা ব্যক্তিটিকে সকাল সকাল বিমানবন্দরে দেখে সকলেই খানিক চমকে গেছেন৷ কে এই ব্যক্তি? একঝলকে দেখে চেনা দায়৷ এই চেহারায় কেউই তাকে প্রথম দেখে চিনতে পারেননি? তবে তিনি আর কেউ নন, তিনি হলেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা ধনুষ৷ যিনি কেরিয়ার হোক কিংবা ব্যক্তিগত জীবনের কারণে সর্বদাই পেজ থ্রির শিরোনামে থাকেন অভিনেতা।
হঠাৎ কেন এই অবস্থা হল ধনুষের তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে৷ জানা গিয়েছে, নিজের পরবর্তী ছবির জন্যই এমন চেহারা করছেন ধনুষ৷ পরিচালক অরুণ মাথেস্বরণের পরিচালনায় ক্যাপ্টেন মিলার ছবিতে অভিনয় করছেন ধনুষ৷ এবং এই ছবির জন্যই এমন লুক করেছেন অভিনেতা৷ বড় চুল, দাড়িতে পুরো অচেনা লাগছে অভিনেতাকে৷ দীর্ঘদিন ধরেই এই ছবি নিয়ে জল্পনা চলছিল৷ অবশেষে জল্পনা কিছুটা হলেও মিটল৷ সূত্র বলছে, খুব শীঘ্রই এই ছবির শ্যুটিং শেষ করতে চলেছেন অভিনেতা৷ এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে অভিনেতাকে৷ আপাতত নতুন ছবির লুক দেখে সকলেই হতবাক৷
advertisement
advertisement
দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম পাওয়ার কাপল ধনুষ ও ঐশ্বর্য ২০২২ সালে জানুয়ারি মাসে তাদের বিচ্ছেদের ঘোষণা করে। যা শুনে রীতিমতো হতবাক হয়ে গেছিলেন ভক্তরা। দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে ফের নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ধনুষ। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। রজনীকান্তের মেয়ে ঐশ্বর্যর সঙ্গে ১৮ বছর সংসার করার পর সেই সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসেছেন ধনুষ ও ঐশ্বর্য। তবে কার গলায় মালা দিতে চলেছেন ধনুশ, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Viral Photos: চুল-দাঁড়িতে ঢাকা মুখ, কালো চশমা পড়া অভিনেতাকে চিনতে পারছেন? ৯৯ শতাংশই ডাহা ফেল
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement