একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুসারে, রাম মন্দির নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন, “ আমার স্বপ্নপূর্ণ হয়েছে, কিন্তু প্রভুর দর্শন করা হয়নি।” ছলছল চোখে তিনি বলেন, ‘আমি এখন কিছু বলার মতো অবস্থাতেই নেই।” তিনি ছাড়াও আরও অনেক সেলিব্রিটিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সোশ্যাল মিডিয়ায় সেইসব ছবি ও ভিডিও এখন রীতিমতো ভাইরাল।
advertisement
আরও পড়ুন: অযোধ্যার নব নির্মিত রাম মন্দিরে তোলা অমিতাভ বচ্চনের ছবি ভাইরাল! অভিনেতা দিলেন বিশেষ বার্তা
রামায়ণের এত জনপ্রিয়তা পাওয়ার পরও তাঁকে খুব বেশি কাজ করতে দেখা যায়নি। ইন্ডিয়ান এক্সপ্রেসের রিপোর্ট অনুসারে, রামায়ণের পর নানান পৌরাণিক চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। একটি সাক্ষাৎকারে তিনি জানান, রামানন্দ সাগরের সঙ্গে কাজ করে তিনি যে সাড়া পেয়েছেন তা তার জন্য তাঁর অনেক ভালও হয়েছে, কিন্তু এটি তাঁর কেরিয়ারে প্রভাবও ফেলে ছিল।
আরও পড়ুন: ইমনকে নিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস! শীতকে উপেক্ষা করে মাঠে জমা হয়েছিল ৩৫ হাজারের বেশি দর্শক
তিনি জানান, তিনি এই কাজ করে অনেক সম্মান পেয়েছেন, কিন্তু এটি তাঁকে বাণিজ্যিক চলচ্চিত্র থেকে দূরে সরিয়ে দিয়েছে। চলচ্চিত্র নির্মাতারা তাঁকে বলতেন যে ভগবান রামের চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের মনে যেভাবে ছাপ ফেলেছে, সেখানে তাঁকে অন্য ভূমিকায় দর্শকরা কীভাবে গ্রহন করবেন তা ভাবার বিষয়। তাই বহু কাজ তাঁর হাতছাড়া হয়।
২৫ জানুয়ারী, ১৯৮৭-এ প্রথম রামানন্দ সাগরের রামায়ণ ভারত জুড়ে টেলিভিশনে প্রচারিত হয়েছিল। এটি দূরদর্শনে প্রচারিত হত। প্রতি রবিবার টিভিতে সম্প্রচারিত হত এই অনুষ্ঠান ৷ শ্রী রামের ভূমিকায় ছিলেন অরুণ গোভিল এবং দেবী সীতার ভূমিকায় দেখা গিয়েছিল দীপিকা চিখলিয়াকে।