এক সাক্ষাৎকারে আরশাদ ওয়ারসি জানিয়েছেন যে, পরিচালক জয় অগাস্টিনের থেকেই এসেছিল প্রথম অফারটি। তিনি তখন অমিতাভ বচ্চনের প্রোডাকশন কোম্পানি এবিসিএল-এর হয়ে ছবি তৈরি করছিলেন। অভিনেতাকে জয় জানিয়েছিলেন যে, তিনি আগেই প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলে নিয়েছেন। শুধু আরশাদের ছবি পাঠাতে বলেছিলেন।
তার জবাবে আরশাদ বলেছিলেন, “আমি অভিনয় পারি না, আমার সঙ্গে এমনটা কোরো না।” কিন্তু কেন এমনটা বলেছিলেন অভিনেতা? তিনি ব্যাখ্যা করে বলেন যে, “যাঁরা এখানে অভিনেতা হওয়ার জন্য আসেন, তাঁরা সকলেই তো আর তা হতে পারেন না। এটা আমরা সকলেই জানি। ধরা যাক, হিরো হওয়ার জন্য একটি দরিদ্র ঘরের ছেলে গ্রাম থেকে এখানে এল। সে হয়তো অভিনয়টা করতে পারল না। পরে দেখা গেল, সে বাসে করে এ-দিক সে-দিক যাচ্ছে। আমি আসলে সেই দরিদ্র ছেলেটির মতো হতে চাইনি।”
advertisement
তাহলে কীভাবে আরশাদ ওয়ারসি অভিনেতা হলেন? তার পুরো কৃতিত্বটাই অবশ্য পাবেন অভিনেত্রী জয়া বচ্চন। জয়ের প্রস্তাব নাকচ করার পরেই জয়া বচ্চনের ফোন পান আরশাদ। স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমি ভেবেছিলাম তিনি (জয়া বচ্চন) বোধহয় আমাকে তাড়িয়ে দেবেন। খালি মনে হচ্ছিল, জয়া বচ্চনই তো! তিনিই তাহলে আমায় বহিষ্কার করুন! আর কেনই বা তা হবে না? তিনি তো অমিতাভ বচ্চনের বৌ! তাঁর থেকে বরং দু-চারটে গালি খেয়ে নেওয়াই ভাল! এটাই আমার জীবনের গল্প হয়ে যাবে! ফোনের ও-পারে স্বয়ং জয়া বচ্চন। আর এদিকে আমি এই সব ভেবে চলেছি। ও-দিক থেকে তখন তিনি আমায় জিজ্ঞাসা করছেন যে, আমি হিন্দি বলতে পারি কি না। কিন্তু আমি ইংরাজিতেই জবাব দিই যে আমি হিন্দি বলতে পারি। কারণ আমি সেই সময় প্রচণ্ড আতঙ্কে ছিলাম। জয়া বচ্চন বলেছিলেন যে, তুমিই এই ছবিটা করছো। এটা শুনে আমি বলেছিলাম, সব কিছু শেষ।”
আরও পড়ুন: ‘জওয়ান’-এ ইনি কে? শাহরুখ খান নাকি…! ধরতে পারবেন না! বিরাট শোরগোল
আরও পড়ুন: করিনা থেকে রণবীর, এই ৬ বলি-তারকা নাকি খুব বদমেজাজি, প্রকাশ্যে খারাপ ব্যবহার করার ‘বদনাম’ রয়েছে
এই ঘটনার পরে কেটে গিয়েছে অনেকগুলো বছর। জয়া বচ্চন না থাকলে বোধহয় আজ ভক্তরা আরশাদ ওয়ারসিকে পেতেন না। পরে অবশ্য বচ্চন-ঘরণীর এই সিদ্ধান্তের কারণ জানতে চেয়েছিলেন আরশাদ ওয়ারসি। জবাবে বর্ষীয়ান অভিনেত্রী বলেন, আরশাদ যে ৩৬টি ছবি পাঠিয়েছিলেন, তার প্রত্যেকটিতে ফুটে উঠেছিল তাঁর ভিন্ন ভিন্ন অভিব্যক্তি।