TRENDING:

Zareen Khan: দুর্গাপুজোর অনুষ্ঠান নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে

Last Updated:

কলকাতার একটি আদালত রবিবার প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কলকাতার একটি আদালত রবিবার প্রতারণার অভিযোগে বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। মামলার তদন্তকারী অফিসার কলকাতার আদালতে অভিনেত্রীর বিরুদ্ধে চার্জশিট জমা দিয়েছিলেন। তবে জারিন খান জামিনের আবেদন করেননি। এমনকি আদালতে হাজিরও হননি। তার বারবার অনুপস্থিতির পর আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে।
advertisement

একটি সংবাদ মাধ্যম গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে জানতে চাইলে জারিন স্পষ্ট ভাবে কিছু বলেননি। তিনি বলেন “আমি নিশ্চিত যে এই ঘটনার কোনও সত্যতা নেই। আমিও অবাক হয়েছি। আমার আইনজীবী বিষয়টি খতিয়ে দেখছেন। তারপরই আমি সবটা পরিষ্কার করে জানাতে পারব।”

আরও পড়ুন: আব্রামের কাছে প্রমাণ করতে হবে নিজেকে, বড় ছেলে আরিয়ানই নাকি শাহরুখকে সাহস জুগিয়েছিলেন

advertisement

২০১৮ সালে কলকাতায় একটি দুর্গা পূজোর অনুষ্ঠানে অভিনেত্রীর যোগ দেওয়ার কথা ছিল। আয়োজকরা তাঁর আসার অপেক্ষা করলেও তিনি আসেননি। পুলিশ জানায়, আয়োজকদের মধ্যে থেকেই একজন অভিনেত্রীর ও তাঁর ম্যানেজারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। উভয়ের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল এবং তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত হতেও বলা হয়েছিল।

আরও পড়ুন: শাহরুখকে জড়িয়ে চুমু খাচ্ছেন দীপিকা! বিস্ফোরক মন্তব্য রণবীরের! মুহূর্তেই ভাইরাল স্যোশাল মিডিয়ায়

advertisement

জারিন খানকে জিজ্ঞাসাবাদ করা হলে, তিনি পাল্টা অভিযোগ করেন যে আয়োজকরা তাঁকে বলেছিল বাংলার বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্বের এই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল। পরে তাঁর টিম জানতে পারে যে এটি উত্তর কলকাতায় একটি ছোট্ট ইভেন্ট। পাশাপাশি বিমানের টিকেট ও থাকার জায়গা নিয়েও তাঁকে নানা সমস্যায় পড়তে হয় তাই তিনি এটি এড়িয়ে যান।

advertisement

জারিন খান স্থানীয় আদালতে অনুষ্ঠান আয়োজকদের বিরুদ্ধে মামলাও করেছিলেন। কিন্তু অভিযোগ, অভিনেত্রীর ম্যানেজার আদালতে হাজির হয়ে জামিন চাইলেও জারিন জামিন চাননি বা আদালতে হাজিরও হননি।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Zareen Khan: দুর্গাপুজোর অনুষ্ঠান নিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল