TRENDING:

Athoi: অর্ণ-অনির্বাণের ‘অথৈ’ এবার বড়পর্দায়! মঞ্চ থেকে কি বিদায় নেবে জনপ্রিয় নাটক

Last Updated:

Athoi: অনির্বাণের চরিত্র খলনায়ক ‘ইয়াগো’র মধ্যে মিশে গিয়েছিল ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্রে। দুই চরিত্রের মিশেল, নতুন প্রজন্মের অভিনয়, চিত্রনাট্য, সব মিলিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিল সেই নাটক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: ২০১৬ সাল। ‘নটধা’ নাট্যদলের প্রযোজনায় ‘অথৈ’ নাটকটি সাড়া ফেলে দিয়েছিল চারদিকে। অনির্বাণ ভট্টাচার্য, তূর্ণা দাশ, অর্ণ মুখোপাধ্যায়, জয়দেব ঘোষ প্রমুখের অভিনয়ে এই নাটকটি মঞ্চস্থ হয়। উইলিয়াম শেক্সপিয়ারের ‘ওথেলো’র একটি বাংলা নাট্যরূপ দিয়েছিলেন পরিচালক অর্ণ।
অথৈ নাটকের দৃশ্য
অথৈ নাটকের দৃশ্য
advertisement

অনির্বাণের চরিত্র খলনায়ক ‘ইয়াগো’র মধ্যে মিশে গিয়েছিল ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্রে। দুই চরিত্রের মিশেল, নতুন প্রজন্মের অভিনয়, চিত্রনাট্য, সব মিলিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিল সেই নাটক। এবার সেই নাটক মঞ্চ থেকে সোজা সেলুলয়েডের দিকে যাত্রা শুরু করেছে।

আরও পড়ুন: জয়পুর বিমানবন্দরে নেমেই হার্ট অ্যাটাক সুস্মিতার! শ্যুটিং শুরুর আগে মারাত্মক ঘটনা

advertisement

আরও পড়ুন: চলে গেলেন মৃণাল সেনের নায়িকা উত্তরা বাওকর, ক্যানসার কেড়ে নিল জাতীয় পুরস্কারজয়ীকে

এসভিএফ এবং জিও স্টুডিওস-এর যৌথ প্রযোজনায় ছবিটি বানানো হবে। সূত্রের খবর, অর্ণ এই ছবির পরিচালনার দায়িত্বে, অনির্বাণকে দেখা যাবে ক্রিয়েটিভ ডিরেক্টরের পদে।

অথৈ নাটকের দৃশ্য

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গত বুধবার জিও স্টুডিওস এবং এসভিএফ মোট পাঁচটি ছবির ঘোষণা করে। সেখানেই ‘অথৈ’-এর ঘোষণা হয়। সূত্রের খবর, মঞ্চ থেকে পর্দায় আনার জন্য চিত্রনাট্যে যে যে পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে কাজ চলছে। অর্ণ এবং অনির্বাণ তা নিয়েই ব্যস্ত। প্রশ্ন উঠছে, মঞ্চে যে চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের এবার ছবিতে দেখা যাবে তো? নাকি কাস্টিং বদলে যাবে? সেলুলয়েডে এই গল্প দেখানো হলে মঞ্চ থেকে বিদায় নেবে ‘অথৈ’? উত্তর এখন সময়ের অপেক্ষায় বসে।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Athoi: অর্ণ-অনির্বাণের ‘অথৈ’ এবার বড়পর্দায়! মঞ্চ থেকে কি বিদায় নেবে জনপ্রিয় নাটক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল