অনির্বাণের চরিত্র খলনায়ক ‘ইয়াগো’র মধ্যে মিশে গিয়েছিল ‘দ্য ডার্ক নাইট’-এর জোকারের চরিত্রে। দুই চরিত্রের মিশেল, নতুন প্রজন্মের অভিনয়, চিত্রনাট্য, সব মিলিয়ে জনপ্রিয়তা অর্জন করেছিল সেই নাটক। এবার সেই নাটক মঞ্চ থেকে সোজা সেলুলয়েডের দিকে যাত্রা শুরু করেছে।
আরও পড়ুন: জয়পুর বিমানবন্দরে নেমেই হার্ট অ্যাটাক সুস্মিতার! শ্যুটিং শুরুর আগে মারাত্মক ঘটনা
advertisement
আরও পড়ুন: চলে গেলেন মৃণাল সেনের নায়িকা উত্তরা বাওকর, ক্যানসার কেড়ে নিল জাতীয় পুরস্কারজয়ীকে
এসভিএফ এবং জিও স্টুডিওস-এর যৌথ প্রযোজনায় ছবিটি বানানো হবে। সূত্রের খবর, অর্ণ এই ছবির পরিচালনার দায়িত্বে, অনির্বাণকে দেখা যাবে ক্রিয়েটিভ ডিরেক্টরের পদে।
গত বুধবার জিও স্টুডিওস এবং এসভিএফ মোট পাঁচটি ছবির ঘোষণা করে। সেখানেই ‘অথৈ’-এর ঘোষণা হয়। সূত্রের খবর, মঞ্চ থেকে পর্দায় আনার জন্য চিত্রনাট্যে যে যে পরিবর্তন প্রয়োজন, তা নিয়ে কাজ চলছে। অর্ণ এবং অনির্বাণ তা নিয়েই ব্যস্ত। প্রশ্ন উঠছে, মঞ্চে যে চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, তাঁদের এবার ছবিতে দেখা যাবে তো? নাকি কাস্টিং বদলে যাবে? সেলুলয়েডে এই গল্প দেখানো হলে মঞ্চ থেকে বিদায় নেবে ‘অথৈ’? উত্তর এখন সময়ের অপেক্ষায় বসে।