TRENDING:

Arjun Kapoor-Malaika Arora: মালাইকার সঙ্গে থেকে ভুল করেছিলেন? বিচ্ছেদের জল্পনার মাঝেই অর্জুনের নতুন পোস্ট

Last Updated:

Arjun Kapoor-Malaika Arora: জেদের মধ্যে কোনও তিক্ততা জিইয়ে রেখে তাঁরা সম্পর্কে ইতি টানতে চলেছেন এমনটা নয়। পরস্পরের প্রতি শ্রদ্ধাও অটুট আছে। এত দিন ধরে তাঁরা একে অপরের ভরসার পাত্র ছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: এত প্রেম! তাও আবার ১২ বছরের ব্যবধানে! বিবাহবিচ্ছিন্ন মালাইকা অরোরার সঙ্গে অর্জুন কপুরের মাখোমাখো সম্পর্ক ছিল বলিউডের নিত্য চর্চা। সম্প্রতি সেই চর্চা বদলে গিয়েছে বিচ্ছেদের গুঞ্জনে। সত্যিই কি আলাদা হচ্ছেন তারকা জুটি? এ নিয়ে স্পষ্ট উত্তর এখনও মেলেনি। তবে জল্পনার আঁচ উস্কে দিল অর্জুনের রহস্যময় ইন্সটাগ্রাম পোস্ট। সেই পোস্ট যথেষ্ট হতাশাজনক বলেই মনে করছেন ভক্তরা। গত ২৬ জুন সদ্য জন্মদিন গেল কী ‘হাফ গার্লফ্রেন্ড’ অভিনেতার। মালাইকাকে তাঁর জন্মদিনের পার্টিতে দেখা যায়নি। তার পরেই কি বিচ্ছেদের টানাপড়েনে মুষড়ে পড়েছেন তিনি? নেটদুনিয়ায় জোরদার চর্চা অর্জুনের সাম্প্রতিক স্বীকারোক্তি নিয়ে। কী লিখেছেন অভিনেতা?
advertisement

আরও পড়ুন– বিয়ের পরেই এ কী কাণ্ড! নববধূ সোনাক্ষীর জুতো হাতে নিয়ে ঘুরছেন জাহির, ছবি ফাঁস হতেই…

সম্প্রতি অর্জুনকে ইন্সটাগ্রাম পোস্টে লিখতে দেখা যায়, ‘পরে আফসোস করার চেয়ে নিজেকে নিয়ন্ত্রণ করা ভাল” অর্জুনের এই মন্তব্য ঘিরে উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় ভক্তদের। কিসের উপলব্ধি? তবে কি মালাইকার সঙ্গে সম্পর্কে থেকে কোনও ভুল হচ্ছিল বলে মনে করছেন অভিনেতা? সেই ভুল শুধরে নিতে চাইলেন?

advertisement

কানাঘুষো শোনা গিয়েছে, গত মাসেই পথ আলাদা হয়েছে অর্জুন-মালাইকার। তবে কোনও নির্দিষ্ট ঘটনার অভিঘাতে নয়। তাঁদের সম্পর্ক আজও স্বাভাবিক এবং সুন্দর। সময়ের নিয়মে ফিকে হয়েছে ভালবাসা। হয়েছে মতপার্থক্যও। তবে জানা গিয়েছে, এখনও তাঁরা বন্ধুত্ব বজায় রেখেছেন।

ঘনিষ্ঠ এক সূত্রের দাবি, দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক ছিল অর্জুন আর মালাইকার। একসঙ্গে তাঁরা অনেক ভাল সময় কাটিয়েছেন। ঘটনাচক্রে সেই সম্পর্কে দাঁড়ি পড়তে চলেছে। তাই বলে নিজেদের মধ্যে কোনও তিক্ততা জিইয়ে রেখে তাঁরা সম্পর্কে ইতি টানতে চলেছেন এমনটা নয়। পরস্পরের প্রতি শ্রদ্ধাও অটুট আছে। এত দিন ধরে তাঁরা একে অপরের ভরসার পাত্র ছিলেন। এক জন আর একজনের শক্তি ছিলেন। সেই জায়গাটা যে পুরোপুরি বদলে যেতে চলেছে এমনও না। দীর্ঘ দিনের যৌথতার পর নিজেদের সম্মতিক্রমে যখন সম্পর্ক শেষ করছেন এ নিয়ে মানুষের সহমর্মিতা আশা কাম্য বলেই দাবি সেই সূত্রের।

advertisement

আরও পড়্ন-দিনে মাত্র ৮০০ টাকা আয় থেকে সারার ‘নায়ক’! অভিনেতার ছবি পেরিয়েছে ১০০ কোটির গণ্ডি, চিনতে পারছেন ‘হ‍্যান্ডসাম হিরোকে’?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রেম প্রসঙ্গে কথা বলছিলেন মালাইকা। হ্যালো ইন্ডিয়াকে দেওয়া সেই সাক্ষাৎকারে তিনি বলেন, “ভালবাসার প্রতি কোনও দিন বিশ্বাস হারাব না আমি। যা-ই হয়ে যাক না কেন, প্রকৃত প্রেমের মূল্য আমি বুঝি। তাছাড়া, আমি বৃশ্চিক রাশি। ভালবাসার জন্য জীবন দিতে পারি। কিন্তু, আমি একই সঙ্গে বাস্তববাদী। কোথায় থামতে হবে সেটাও কিন্তু জানি।” যদিও বিচ্ছেদ নিয়ে এখনও আনুষ্ঠানিক ভাবে মুখ খোলেননি অর্জুন-মালাইকা।

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arjun Kapoor-Malaika Arora: মালাইকার সঙ্গে থেকে ভুল করেছিলেন? বিচ্ছেদের জল্পনার মাঝেই অর্জুনের নতুন পোস্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল