Bollywood Actor: দিনে মাত্র ৮০০ টাকা আয় থেকে সারার ‘নায়ক’! অভিনেতার ছবি পেরিয়েছে ১০০ কোটির গণ্ডি, চিনতে পারছেন ‘হ‍্যান্ডসাম হিরোকে’?

Last Updated:
Bollywood Actor:বলিউডের এই তরুণ নায়কের ছবি পার করেছে ১০০ কোটির গণ্ডি। তাঁর সুন্দর চেহারা, সেইসঙ্গে তুখোড় অভিনয় নিয়ে চর্চার শেষ নেই।
1/11
বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে চর্চার শেষ নেই। তবে তার মাঝেই উঠে এসেছে একাধিক তরুণ প্রতিভা। লড়াই করে সিনে জগতে নিজেদের জায়গা করে নিয়েছেন তাঁরা।
বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণ নিয়ে চর্চার শেষ নেই। তবে তার মাঝেই উঠে এসেছে একাধিক তরুণ প্রতিভা। লড়াই করে সিনে জগতে নিজেদের জায়গা করে নিয়েছেন তাঁরা।
advertisement
2/11
বলিউডের এই তরুণ নায়কের ছবি পার করেছে ১০০ কোটির গণ্ডি। তাঁর সুন্দর চেহারা, সেইসঙ্গে তুখোড় অভিনয় নিয়ে চর্চার শেষ নেই।
বলিউডের এই তরুণ নায়কের ছবি পার করেছে ১০০ কোটির গণ্ডি। তাঁর সুন্দর চেহারা, সেইসঙ্গে তুখোড় অভিনয় নিয়ে চর্চার শেষ নেই।
advertisement
3/11
তবে অনেক পরিশ্রম করেই বলিউডে নিজের জাত চিনিয়েছেন তিনি। একটি ছবি হিট করতেই রাতারাতি স্টার হয়েছেন। তবে তাঁর যাত্রাপথ মোটেই সহজ ছিল না।
তবে অনেক পরিশ্রম করেই বলিউডে নিজের জাত চিনিয়েছেন তিনি। একটি ছবি হিট করতেই রাতারাতি স্টার হয়েছেন। তবে তাঁর যাত্রাপথ মোটেই সহজ ছিল না।
advertisement
4/11
একের পর এক স্ট্রাগল করে তবেই বলিপাড়ায় প্রতিষ্ঠিত নায়কের তকমা পেয়েছেন ‘মুঞ্জিয়া’ খ‍্যাত অভয় বর্মা। একসময় মাত্র ৮০০ টাকা প্রতিদিনের পারিশ্রমিকে কাজ করেছেন তিনি।
একের পর এক স্ট্রাগল করে তবেই বলিপাড়ায় প্রতিষ্ঠিত নায়কের তকমা পেয়েছেন ‘মুঞ্জিয়া’ খ‍্যাত অভয় বর্মা। একসময় মাত্র ৮০০ টাকা প্রতিদিনের পারিশ্রমিকে কাজ করেছেন তিনি।
advertisement
5/11
হরিয়াণার পাণিপথ থেকে অনেক কম বয়সেই অভিনেতা হওয়ার লক্ষ‍্যে মুম্বই আসেন অভয়। মুম্বই আসার পর আরও কঠিন লড়াই।
হরিয়াণার পাণিপথ থেকে অনেক কম বয়সেই অভিনেতা হওয়ার লক্ষ‍্যে মুম্বই আসেন অভয়। মুম্বই আসার পর আরও কঠিন লড়াই।
advertisement
6/11
অভয় প্রথমে হৃতিক রোশন-অভিনীত ‘সুপার ৩০’-এ জুনিয়র শিল্পী হিসাবে কাজ করেছিলেন। এই ছবির জন‍্য তাঁর পারিশ্রমিক ছিল প্রতিদিন ৮০০ টাকা।
অভয় প্রথমে হৃতিক রোশন-অভিনীত ‘সুপার ৩০’-এ জুনিয়র শিল্পী হিসাবে কাজ করেছিলেন। এই ছবির জন‍্য তাঁর পারিশ্রমিক ছিল প্রতিদিন ৮০০ টাকা।
advertisement
7/11
অভয় তারপরে ২০১৯ সালে ‘লিটল থিংস’ ওয়েব সিরিজে একটি ছোট চরিত্রে তার অভিনয় করেন। তবে তখনও তিনি বড় কোনও সুযোগ পাননি।
অভয় তারপরে ২০১৯ সালে ‘লিটল থিংস’ ওয়েব সিরিজে একটি ছোট চরিত্রে তার অভিনয় করেন। তবে তখনও তিনি বড় কোনও সুযোগ পাননি।
advertisement
8/11
এরপর তিনি মনোজ বাজপেয়ীর বিখ‍্যাত ওয়েব সিরিজ ‘দ‍্য ফ‍্যামিলি ম‍্যান’-এ অভিনয়ের সুযোগ পান। এই সিরিজের দ্বিতীয় সিজনে টেরোরিস্টের চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো প্রশংসিত হয়।
এরপর তিনি মনোজ বাজপেয়ীর বিখ‍্যাত ওয়েব সিরিজ ‘দ‍্য ফ‍্যামিলি ম‍্যান’-এ অভিনয়ের সুযোগ পান। এই সিরিজের দ্বিতীয় সিজনে টেরোরিস্টের চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো প্রশংসিত হয়।
advertisement
9/11
অবশ‍্য মাঝে ২০২০ সালে, তাঁকে ইরফান খান-অভিনীত ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে একটি চরিত্রে অভিনয়ের অফার করা হয়েছিল, কিন্তু তিনি ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন। এখনও সেই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করেন অভয়।
অবশ‍্য মাঝে ২০২০ সালে, তাঁকে ইরফান খান-অভিনীত ‘আংরেজি মিডিয়াম’ ছবিতে একটি চরিত্রে অভিনয়ের অফার করা হয়েছিল, কিন্তু তিনি ছবিটি প্রত্যাখ্যান করেছিলেন। এখনও সেই সিদ্ধান্তের জন্য অনুশোচনা করেন অভয়।
advertisement
10/11
দেশের সর্বভারতীয় সংবাদমাধ‍্যমকে দেওয়া এক সাক্ষাত্‍কারে অভয় বলেন, ‘‘ইরফানস্যারের শেষ ছবি, এবং যদি আমি একটি ফ্রেমে তার পাশে দাঁড়ানোর সুযোগ পেতাম তবে এটি আমার সবচেয়ে বড় পুরষ্কার হত।’’
দেশের সর্বভারতীয় সংবাদমাধ‍্যমকে দেওয়া এক সাক্ষাত্‍কারে অভয় বলেন, ‘‘ইরফানস্যারের শেষ ছবি, এবং যদি আমি একটি ফ্রেমে তার পাশে দাঁড়ানোর সুযোগ পেতাম তবে এটি আমার সবচেয়ে বড় পুরষ্কার হত।’’
advertisement
11/11
সদ‍্য মুক্তি অভয় বর্মা অভিনীত ‘মুঞ্জিয়া’। হরর-কমেডি ঘরাণার এই ছবির আয় খানিকটা অপ্রত‍্যাশিতভাবেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। ‘অ‍্যায় বতন মেরে বতন’ ছবিতে অভয় সারা আলি খানের বিপরীতে কাজ করেছিলেন।
সদ‍্য মুক্তি অভয় বর্মা অভিনীত ‘মুঞ্জিয়া’। হরর-কমেডি ঘরাণার এই ছবির আয় খানিকটা অপ্রত‍্যাশিতভাবেই ১০০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে। ‘অ‍্যায় বতন মেরে বতন’ ছবিতে অভয় সারা আলি খানের বিপরীতে কাজ করেছিলেন।
advertisement
advertisement
advertisement