আরও পড়ুন : স্টাইলে বাপ্পি লাহিড়ী...'যাদবপুরের ডন’, কাকে বললেন? সায়নী ঘোষের ভিডিও ভাইরাল!
সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সৃজাকে শুভেচ্ছা জানিয়ে 'সুপার উওম্যান' আখ্যা দিলেন অর্জুন (Arjun Chakraborty)। ভালবাসায় ভরিয়ে দিয়ে দুজনের একটি হাসিখুশি সুন্দর ছবি শেয়ার করেছেন অর্জুন। আর ছবির ক্যাপশনে লিখেছেন, “সারাজীবন এভাবে হাসব ও ভালবাসব। আগের দিনের চেয়েও বেশি ভালবাসব প্রতিটি দিন। শুভ জন্মদিন সুপার উওম্যান। তুমি যেরকম, সেরকম থাকার জন্য অনেক ধন্যবাদ। আমি তোমাকে ভালবাসি।”
advertisement
বাবা-মা বিখ্যাত অভিনেতা। দুই ভাই অর্জুন (Arjun Chakraborty) ও গৌরবও অভিনয়ের সুতোতেই জীবন-পেশাকে বেঁধেছেন। তবে গৌরবের স্ত্রী ঋদ্ধিমা অভিনেত্রী হলেও অর্জুনের স্ত্রী সৃজা (Sreeja Chakraborty) তা নন। নিজের কাজ আর মেয়ে অবন্তিকাকে নিয়ে ব্যস্ত তিনিও। কিন্তু তারই মধ্যে সময় দেন দুজন দুজনকে। ডেটিং থেকে ছবির প্রিমিয়ার সর্বত্রই একসঙ্গে দেখা যায় তাঁদের। যুগলে ভালোবাসেন বেড়াতেও। টুক-টাক লং ড্রাইভ থেকে দেশ-বিদেশ ঘুরে বেড়াতেও ভালোবাসেন। আর সবেতেই চোখে পরে ওদের মিষ্টি প্রেমের কেমিস্ট্রি।
আরও পড়ুন : লুকোচুরির দিন শেষ! প্রেমিক অভিরূপের সঙ্গে বিরাট কোহলির রেস্তোরাঁর শ্রাবন্তী, ছবি ফাঁস...
কিশোরবেলার প্রথম প্রেম আজ নির্ভর যোগ্য সাথী। পুরোদস্তুর সংসারী অর্জুন। সন্তান অন্তপ্রাণ বাবাও। বেশিরভাগ সময়টাই বাইরে শুটিংয়ে ব্যস্ত থাকেন আজকাল। কিন্তু কোনও অভিযোগ ছাড়াই সৃজা (Sreeja Chakraborty) হাসিমুখে চালান সবটুকু। ঘরবাড়ি, সন্তান একা হাতে সামাল দেন সৃজা। আর সম্ভবত সেই কৃতজ্ঞতা ও ভালোবাসা থেকেই সৃজাকে সুপার উওম্যান আখ্যা দেন অর্জুন। স্বামীর এই মিষ্টি পোস্ট চোখ এড়ায়নি সৃজারও। নিজের ফেসবুকে অর্জুনের পোস্ট শেয়ার করে ক্যাপশনে বার্থডে গার্ল লিখলেন, 'আই লাভ ইউ'!
