Srabanti Chatterjee|| লুকোচুরির দিন শেষ! প্রেমিক অভিরূপের সঙ্গে বিরাট কোহলির রেস্তোরাঁর শ্রাবন্তী, ছবি ফাঁস...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Srabanti Chatterjee with rumored boyfriend photo leaked: প্রেম শুরুর পর থেকে কোনওদিন তাঁদের একসঙ্গে কোথাও প্রকাশ্যে দেখা না গেলেও, একাধিকবার ছবি প্রকাশ্যে এসেছে। এ বারে বন্ধুর ডাকে রেস্তোরাঁয় গিয়েছিলেন শ্রাবন্তী।
*রোশন সিংয়ের সঙ্গে আইনি বিচ্ছেদ না হলেও তাঁরা যে বহুদিন একসঙ্গে থাকেন না, তা আর কারও জানতে বাকি নেই। কারণ সেই সম্পর্ক রাখতে চান না অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee)। রোশন একসঙ্গে থাকার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হলেও, তাতে সাড়া দেননি অভিনেত্রী। বরং খোরপোশ চেয়ে ডিভোর্সের মামলা করেছেন নায়িকা। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
*তৃতীয় বিচ্ছেদের বিতর্কের মধ্যেই নায়িকার (Srabanti Chatterjee) জীবনে এসেছে নতুন প্রেম। টলিপাড়ায় গুঞ্জন তাঁরই আবাসনের বাসিন্দা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর (Abhirup Nag Choudhury) সঙ্গে শ্রাবন্তী প্রেম করছেন চুটিয়ে। তবে এ বারে সেই সম্পর্ক নিয়ে একটু বেশিই গোপনীয়তা বজায় রেখেছেন তিনি। ছবি: ইনস্টাগ্রাম।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement