চার চরিত্রের প্রেমের আখ্যান আর অরিজিৎ সিংয়ের কণ্ঠে মন কেমন করা সেই 'বোঝে না সে বোঝে না', এক দশক পরেও এই দুইয়ের স্মৃতি সিনেপ্রেমীদের মনে অমলিন। শনিবার প্রায় চলে যেতে বসা শীতের সন্ধ্যায় আরও একবার সেই নস্টালজিয়া উস্কে দিলেন অরিজিৎ। কনসার্টের মঞ্চে গেয়ে উঠলেন সেই গান।
advertisement
আরও পড়ুন: কনসার্টে অরিজিতের গলায় একলা ঘর, দর্শকাসনে রূপম ইসলাম! গানে গানে দেখা দুই রকস্টারের
আরও পড়ুন: ছেলের জন্য মাঝরাতে থানায় ছুটলেন শ্রাবন্তী! কী এমন ঘটালেন অভিমন্যু
অ্যাকোয়াটিকার সেই অনুষ্ঠানে দর্শকাসনে ছিলেন স্বয়ং রাজ। তাঁর সঙ্গী হয়েছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অরিজিৎ গানটি ধরতেই, সেই মুহূর্ত লেন্সবন্দি করে তা ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন পরিচালক। ধরা পড়ে শুভশ্রীর উচ্ছ্বাসও। নিজের আসন থেকেই অরিজিতের সঙ্গে গলা মেলান অভিনেত্রী। তাঁর কণ্ঠেও শোনা যায় 'বোঝে না সে বোঝে না'-র সুর।
শুধু শুভশ্রীই নন। অরিজিতের সুরে আবেগে ভাসলেন সেখানে উপস্থিত সকলেই। আরও একবার নস্টালজিয়া ছুঁয়ে দেখল শহর কলকাতা।