Srabanti Chatterjee Son: ছেলের জন্য মাঝরাতে থানায় ছুটলেন শ্রাবন্তী! কী এমন ঘটালেন অভিমন্যু
- Published by:Sanchari Kar
Last Updated:
Srabanti Chatterjee Son: বাইপাশের ধারের এক বিলাসবহুল আবাসনে থাকেন শ্রাবন্তী। তাঁর সঙ্গেই থাকেন ছেলে অভিমন্যু। গুঞ্জন, সেই আবাসনেরই এক বাসিন্দার সঙ্গেই সম্প্রতি বিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি।
কলকাতা: শ্রাবন্তী চট্টোপাধ্যায়। টলিউডের অন্যতম চর্চিত অভিনেত্রী। ব্যক্তিজীবন নিয়ে বিতর্ক আগাগোড়াই ঘিরে থাকে তাঁকে। এ বার ছেলের অভিমন্যু চট্টোপাধ্যায়কে নিয়ে শিরোনামে উঠে এলেন তিনি। ছুটতে হল থানায়।
বাইপাশের ধারের এক বিলাসবহুল আবাসনে থাকেন শ্রাবন্তী। তাঁর সঙ্গেই থাকেন ছেলে অভিমন্যু। গুঞ্জন, সেই আবাসনেরই এক বাসিন্দার সঙ্গেই সম্প্রতি বিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। বিষয়টি টের পেতেই ছুটে আসেন অভিনেত্রী এবং তাঁর 'প্রেমিক' অভিরূপ নাগচৌধুরী। এর পর নাকি সেই ব্যক্তির বাড়িতে ছুটে যান শ্রাবন্তী। দু'পক্ষের মধ্যে প্রায় হাতাহাতি লেগে যায় সেখানে।
আরও পড়ুন: জুনিয়র আর্টিস্ট শীলা এবার নায়িকার ভূমিকায়! 'নায়িকা নম্বর ওয়ান' হয়েও পূরণ হল না স্বপ্ন, কেন!
advertisement
advertisement
অবস্থা আরও জটিল হতেই আনন্দপুর থানায় ছুটে যায় দুই পক্ষ। কিন্তু শেষমেশ কোনও এইআইআর দায়ের হয়নি। জানা যায়, উভয় পক্ষই আলোচনার মাধ্যমেই ঝামেলা মিটিয়ে নেয়।
রাজীব বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই বড় করেছেন শ্রাবন্তী। মায়ের সঙ্গে অভিমন্যুর বন্ধুর মতোই সম্পর্ক। ছেলের প্রেম নিয়েও অবগত শ্রাবন্তী। ২০২১ সালে অভিমন্যু এবং তাঁর প্রেমিকা দামিনী ঘোষকে নিয়ে মালদ্বীপে উড়ে গিয়েছিলেন অভিনেত্রী। ছিলেন তাঁর বিশেষ বন্ধু অভিরূপও।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 19, 2023 7:36 AM IST