TRENDING:

Arijit Singh: দমবন্ধ করা ভিড়! হাজারো লোকের মধ্যে সন্তানকে ঠেলে দেওয়ার চেষ্টা, বাধ্য হয়ে যা করলেন অরিজিৎ!

Last Updated:

Arijit Singh: ভিড়ে ঠাসা লোকের মধ্যে একরত্তি মেয়েকে বারবার মঞ্চের দিকে ঠেলে দিচ্ছে এক ভক্ত৷ এটা নজর এড়ায়নি অরিজিতের৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: জনপ্রিয় গায়কের ঔরঙ্গাবাদের কনসার্ট নিয়ে চর্চার শেষ নেই৷ একের পর এক ভিডিওতে তোলপাড় সোশ্যাল মিডিয়া৷ উপচে পড়ছে ভিড়৷ হাজারো লোকের মধ্যে গান গেয়ে শুধু নয় বরং নিজের ব্যবহার দিয়েও লাখ লাখ মানুষের মন জয় করে নিয়েছেন অরিজিৎ সিং৷ এই শো-তে গিয়েইএক মহিলা অনুরাগী গায়কের হাত টানতেই ব্যথা পান অরিজিৎ সিং, তারপরও শো বন্ধ না করে একটানা অনুষ্ঠান চালিয়ে যান৷ ভক্তের উপরে চটে না গিয়ে তাকে বোঝান গায়ক৷ ইতিমধ্যেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে৷ আবারও একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
কনসার্ট চলাকালীন আবদার মেটাতে শেষে এটাও করলেন অরিজিৎ সিং, কাছে পেয়ে যা করলেন ভক্তরা
কনসার্ট চলাকালীন আবদার মেটাতে শেষে এটাও করলেন অরিজিৎ সিং, কাছে পেয়ে যা করলেন ভক্তরা
advertisement

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভিড়ে ঠাসা লোকের মধ্যে একরত্তি মেয়েকে বারবার মঞ্চের দিকে ঠেলে দিচ্ছে এক ভক্ত৷ এটা নজর এড়ায়নি অরিজিতের৷ সটান গান থামিয়ে ভক্তকে সরাসরি প্রশ্ন করে বসেন গায়ক৷ কেন তুমি ওকে ওভাবে তুলছ?উত্তর দাও আমায়৷ ও কিন্তু ওখানেই খুশি৷ ও এখানে আসতে চায় না৷ তুমি আসতে চাও৷ তারপর নিজের মাথার দিকে ইশারা দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করার পরামর্শ দেন৷ বাচ্চাটি যাত কোনওভাবে চোট না পায় তার জন্য এমনটা করেছেন অরিজিৎ সিং৷ গায়কের এই ব্যবহারে মুগ্ধ হয়েছেন ভক্তরা৷

advertisement

আরও পড়ুন-কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ অনুষ্কার,রেড কাপের্টে প্রথমবার পা রাখছেন আর কারা?

আরও পড়ুন-আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরীমণি, হঠাৎ কী হল নায়িকার!

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অরিজিৎ সিং মানেই অনুরাগীদের মধ্যে টানটান উত্তেজনা৷ ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অরিজিৎ সিং-এর। তবে ‘ফেম গুরুকুল’-এর ফাইনালে জায়গা করে উঠতে পারেননি তিনি৷ তারপর থেকেই শুরু হয়েছিল স্ট্রাগল৷ সবাইকে পিছনে ফেলে মিউজিক ইন্ডাস্ট্রিতে সফলতার সঙ্গে প্রথম সারিতে নিজের জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং৷ আট থেকে অষ্টাদশীর হৃদয়ে ঝড় তুলতে নামটাই যেন যথেষ্ঠ। যাকে বলিউডের সঙ্গীতের বাদশা বলে মানা হয়, তিনি হলেন অরিজিৎ সিং। বর্তমানে ভারতীয় মিউজিক ইন্ডাস্টির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং৷ তার গলার জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh: দমবন্ধ করা ভিড়! হাজারো লোকের মধ্যে সন্তানকে ঠেলে দেওয়ার চেষ্টা, বাধ্য হয়ে যা করলেন অরিজিৎ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল