ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, ভিড়ে ঠাসা লোকের মধ্যে একরত্তি মেয়েকে বারবার মঞ্চের দিকে ঠেলে দিচ্ছে এক ভক্ত৷ এটা নজর এড়ায়নি অরিজিতের৷ সটান গান থামিয়ে ভক্তকে সরাসরি প্রশ্ন করে বসেন গায়ক৷ কেন তুমি ওকে ওভাবে তুলছ?উত্তর দাও আমায়৷ ও কিন্তু ওখানেই খুশি৷ ও এখানে আসতে চায় না৷ তুমি আসতে চাও৷ তারপর নিজের মাথার দিকে ইশারা দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করার পরামর্শ দেন৷ বাচ্চাটি যাত কোনওভাবে চোট না পায় তার জন্য এমনটা করেছেন অরিজিৎ সিং৷ গায়কের এই ব্যবহারে মুগ্ধ হয়েছেন ভক্তরা৷
advertisement
আরও পড়ুন-কান চলচ্চিত্র উৎসবে ডেবিউ অনুষ্কার,রেড কাপের্টে প্রথমবার পা রাখছেন আর কারা?
আরও পড়ুন-আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরীমণি, হঠাৎ কী হল নায়িকার!
অরিজিৎ সিং মানেই অনুরাগীদের মধ্যে টানটান উত্তেজনা৷ ২০০৫ সালে ‘ফেম গুরুকুল’-এর মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে অরিজিৎ সিং-এর। তবে ‘ফেম গুরুকুল’-এর ফাইনালে জায়গা করে উঠতে পারেননি তিনি৷ তারপর থেকেই শুরু হয়েছিল স্ট্রাগল৷ সবাইকে পিছনে ফেলে মিউজিক ইন্ডাস্ট্রিতে সফলতার সঙ্গে প্রথম সারিতে নিজের জায়গা করে নিয়েছেন অরিজিৎ সিং৷ আট থেকে অষ্টাদশীর হৃদয়ে ঝড় তুলতে নামটাই যেন যথেষ্ঠ। যাকে বলিউডের সঙ্গীতের বাদশা বলে মানা হয়, তিনি হলেন অরিজিৎ সিং। বর্তমানে ভারতীয় মিউজিক ইন্ডাস্টির সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র অরিজিৎ সিং৷ তার গলার জাদুতে মুগ্ধ আসমুদ্র হিমাচল৷