Pori Moni: আচমকাই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পরীমণি, হঠাৎ কী হল নায়িকার!
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Pori Moni: আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি৷ নিজের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন নায়িকা। অভিনেত্রীর পোস্ট দেখেই উদ্বেগ বেড়েছে ভক্তদের। হঠাৎ কী হল নায়িকার?
আচমকাই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন বাংলাদেশের জনপ্রিয় নায়িকা পরীমণি৷ নিজের অসুস্থতার খবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানিয়েছেন নায়িকা। অভিনেত্রীর পোস্ট দেখেই উদ্বেগ বেড়েছে ভক্তদের। হঠাৎ কী হল নায়িকার? এখন কেমন আছেন?সবটা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। অনুরাগীরা পরীমণির আরোগ্য কামনা করেছেন।
জ্বর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরীমণি। দিনকয়েক আগে অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গিয়েছিল তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং ১০৩ জ্বর। এই খবর জানানোর ঠিক পরেই ১৪ মে আবারও একটি পোস্ট করে নায়িকা। সেখান থেকেই জানা যায়, শরীর বেশি খারাপ হয়ে পড়তেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। দেখে নিন পরীর পোস্টটি,
advertisement
advertisement
পরীমণির পোস্টে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন নায়িকা। যেখানে ক্যাপশনে লেখা-মায়েদের জীবন সত্যিই কঠিন সুন্দর। এর সঙ্গে নিজেই নিজেকে মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়েছেন। কারণ গত ১৪ মে ছিল মাতৃ দিবস। ওইদিনই হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেত্রীকে। জানা গিয়েছে, পরীমণির সঙ্গে তার ছেলেও রয়েছেন।
advertisement
অসুস্থ অবস্থাতেই ছেলের দায়িত্ব থেকে একটুও সরেননি অভিনেত্রী। বরং হাসপাতালের বিছানাতেও ৯ মাসের একরত্তির দেখাশোনা করছেন পরীমণি। এই মুহূর্তে বেশ কয়েকটি ছবির কাজও রয়েছে। আগামী ১৯ মে মুক্তি পেতে চলেছে পরীমণির আগামী ছবি মা। আর তার আগেই অসুস্থ হয়ে পড়েছেন পরীমণি।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 15, 2023 6:06 PM IST