Happy Birthday Madhuri Dixit: 'অন্তঃসত্ত্বা' হলে জুটবে না কাজ, কোন শর্তে রাজি হয়েছিলেন মাধুরী দীক্ষিত

Last Updated:
Happy Birthday Madhuri Dixit: 'খলনায়ক' ছবির জন্য এক বিশেষ শর্ত রাখা হয়েছিল মাধুরী দীক্ষিতের সামনে৷ সেই শর্ত মেনেই ছবিতে সই করিয়েছিলেন পরিচালক৷
1/5
জীবনের ৫৫টি বসন্ত পেরিয়ে ৫৬-তে পা দিলেন মাধুরী দীক্ষিত৷ শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ চলচ্চিত্র জীবনের মতো অভিনেত্রীর ব্যক্তিগত জীবনটাও আড়ম্বরপূর্ণ৷
জীবনের ৫৫টি বসন্ত পেরিয়ে ৫৬-তে পা দিলেন মাধুরী দীক্ষিত৷ শুভেচ্ছায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা৷ চলচ্চিত্র জীবনের মতো অভিনেত্রীর ব্যক্তিগত জীবনটাও আড়ম্বরপূর্ণ৷
advertisement
2/5
মাধুরী দীক্ষিতের 'খলনায়ক' ছবিটি সম্প্রতি ২৫ বছর পূর্ণ করেছে৷  সুভাষ ঘাই পরিচালিত ছবিটি ১৯৯৩ সালের দ্বিতীয় বক্স অফিস হিট ছিল৷ সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত , জ্যাকি শ্রফ অভিনীত ছবি রেকর্ড গড়লেও এর ছবির  এক অজানা কাহিনি শুনলে আঁতকে উঠবেন৷
মাধুরী দীক্ষিতের 'খলনায়ক' ছবিটি সম্প্রতি ২৫ বছর পূর্ণ করেছে৷ সুভাষ ঘাই পরিচালিত ছবিটি ১৯৯৩ সালের দ্বিতীয় বক্স অফিস হিট ছিল৷ সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত , জ্যাকি শ্রফ অভিনীত ছবি রেকর্ড গড়লেও এর ছবির এক অজানা কাহিনি শুনলে আঁতকে উঠবেন৷
advertisement
3/5
 'খলনায়ক' ছবির জন্য এক বিশেষ শর্ত রাখা হয়েছিল মাধুরী দীক্ষিতের সামনে৷ সেই শর্ত মেনেই ছবিতে সই করিয়েছিলেন পরিচালক৷  বিয়ে করা কিংবা গর্ভবর্তী হওয়া নিয়ে শর্ত রেখেছিলেন পরিচালক৷ তিনিই ছিলেন প্রথম, যিনি এমন বিষয় সামনে রেখে সই করিয়েছিলেন৷
'খলনায়ক' ছবির জন্য এক বিশেষ শর্ত রাখা হয়েছিল মাধুরী দীক্ষিতের সামনে৷ সেই শর্ত মেনেই ছবিতে সই করিয়েছিলেন পরিচালক৷ বিয়ে করা কিংবা গর্ভবর্তী হওয়া নিয়ে শর্ত রেখেছিলেন পরিচালক৷ তিনিই ছিলেন প্রথম, যিনি এমন বিষয় সামনে রেখে সই করিয়েছিলেন৷
advertisement
4/5
আসলে  'খলনায়ক' ছবির সময়েই সঞ্জয় ও মাধুরীর সম্পর্ক নিয়ে জোরদার কানাঘুষো শুরু হয়েছিল৷ তাদের প্রেম নিয়ে এতটাই গুঞ্জন শুরু হয়েছিল যে শ্যুটিং চলাকালীন সঞ্জয়ের সঙ্গে মাধুরীর বিয়ে হতে পারে বলেও আশঙ্কা ছিল৷ এই কারণেই কি এমনটা করেছিলেন পরিচালক, যদিও তার কারণ জানা যায়নি৷
আসলে 'খলনায়ক' ছবির সময়েই সঞ্জয় ও মাধুরীর সম্পর্ক নিয়ে জোরদার কানাঘুষো শুরু হয়েছিল৷ তাদের প্রেম নিয়ে এতটাই গুঞ্জন শুরু হয়েছিল যে শ্যুটিং চলাকালীন সঞ্জয়ের সঙ্গে মাধুরীর বিয়ে হতে পারে বলেও আশঙ্কা ছিল৷ এই কারণেই কি এমনটা করেছিলেন পরিচালক, যদিও তার কারণ জানা যায়নি৷
advertisement
5/5
ছবি যেমন হিট, তেমনই ছবির গানও ছিল সুপারহিট৷ প্রযোজক-পরিচালক সুভাষ ঘাইয়ের অন্যতম সফল একটি ছবি৷ এই ছবিতেই মাধুরীকে একজন আন্ডারকভার পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে এবং সঞ্জয় দত্তকে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে৷
ছবি যেমন হিট, তেমনই ছবির গানও ছিল সুপারহিট৷ প্রযোজক-পরিচালক সুভাষ ঘাইয়ের অন্যতম সফল একটি ছবি৷ এই ছবিতেই মাধুরীকে একজন আন্ডারকভার পুলিশ অফিসারের চরিত্রে দেখা গেছে এবং সঞ্জয় দত্তকে গ্যাংস্টারের চরিত্রে অভিনয় করতে দেখা গেছে৷
advertisement
advertisement
advertisement