TRENDING:

Arijit Singh : বিদেশের মঞ্চে জনস্রোতের সামনে কেকে-কে শ্রদ্ধা! অরিজিতের গানে আবেগে ভাসলেন শ্রোতারা

Last Updated:

Arijit Singh : একটা সময়ে একের পরে এক হিট গান উপহার দিয়েছেন কেকে। সেই গানগুলিই অনুরাগীরা কেকে-র স্মৃতি হিসেবে আঁকড়ে রেখেছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কানাডা: জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নথ তথা কেকে-র মৃত্যুতে এখনও স্তব্ধ গোটা সঙ্গীত মহল। একটা সময়ে একের পরে এক হিট গান উপহার দিয়েছেন কেকে। সেই গানগুলিই অনুরাগীরা কেকে-র স্মৃতি হিসেবে আঁকড়ে রেখেছেন। তাই এক সপ্তাহ পেরিয়ে গেলেও তাঁর গানেই তাঁকে শ্রদ্ধা জানাচ্ছেন অনুরাগীরা। বর্তমানের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিংও গানে গানে শ্রদ্ধা জানালেন কেকে-কে।
বিদেশের মঞ্চে জনস্রোতের সামনে কেকে-কে শ্রদ্ধা! অরিজিতের গানে আবেগে ভাসলেন শ্রোতারা
বিদেশের মঞ্চে জনস্রোতের সামনে কেকে-কে শ্রদ্ধা! অরিজিতের গানে আবেগে ভাসলেন শ্রোতারা
advertisement

অরিজিৎ এই মুহূর্তে আমেরিকা ও কানাডায় ৪৫ দিনের ট্যুরে গিয়েছেন অনুষ্ঠান করতে। কানাডার ভ্যানকুভা-তে অনুষ্ঠানের মঞ্চে কেকে-কে গানের মাধ্যমে স্মরণ করলেন অরিজিৎ। এদিন বিদেশের এই মঞ্চে কেকে-র জনপ্রিয় গান ইয়ারো গাইলেন অরিজিৎ। স্বাভাবিক ভাবেই উপস্থিত শ্রোতারা আবেগপ্রবণ হয়ে পড়েন। কেকে-র গান অরিজিতের কণ্ঠে। এক আলাদা পরিবেশ তৈরি হয় সুরের মূর্ছনায়।

advertisement

বহুদিন আগের রিয়্যালিটি শো ফেম গুরুকুলে প্রতিযোগী হিসেবে গিয়েছিলেন অরিজিৎ সিং। সেই শোয়ে বিচারকের আসনে ছিলেন কেকে। সেই প্রথম দেখা দুই গায়কের দেখা। মঞ্চে অনুষ্ঠান চলাকালীনই অরিজিৎ বলেন, কেকের আকস্মিক মৃত্যুর খবর পাওয়ার পরে তাঁর গান গাওয়া কতটা কঠিন হয়ে উঠেছে। পাশাপাশি অরিজিৎ জানান, ফেম গুরুকুল-এর মঞ্চে কেকের সমস্ত পরামর্শ তাঁর জীবনে খুবই কাজে লেগেছে।

advertisement

আরও পড়ুন- সলমন-সেলিমকে হত্যার হুমকি চিঠি দিয়েছে সিদ্ধেশ কাম্বলে? কে এই ব্যক্তি?

প্রসঙ্গত, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অরিজিতের গাওয়া কিছু পুরোনো গান মুহূর্তে ভাইরাল হয়েছিল। সেই অনুষ্ঠানে সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকে গানে গানে শ্রদ্ধা জানিয়েছেন অরিজিৎ। লতা মঙ্গেশকরের গাওয়া একের পরে এক কালজয়ী গান অরিজিতের দৃপ্ত কণ্ঠে শুনে অনুরাগীরা স্তব্ধ। হিন্দি গান তো আছেই। তবে বাঙালি অনুরাগীরা আরও মুগ্ধ হয়েছেন কারণ অরিজিৎ এদিন লতা মঙ্গেশকরের গাওয়া বেশ কয়েকটি বাংলা গান গেয়েছেন। হিন্দি চ্যানেলে বাংলা গান এভাবে শুনে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

উল্লেখ্য, গত ৩১ মে কলকাতার নজরুল মঞ্চে অনুষ্ঠান করেন কেকে। তার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। তার পর থেকেই সুরের জগতে শোকের ছায়া।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh : বিদেশের মঞ্চে জনস্রোতের সামনে কেকে-কে শ্রদ্ধা! অরিজিতের গানে আবেগে ভাসলেন শ্রোতারা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল