TRENDING:

Arijit Singh Viral Video: মঞ্চে গান থামিয়ে চিৎকার, গালিগালাজ! অরিজিতের এই রূপে হতবাক ভক্তরা, ভাইরাল ভিডিও

Last Updated:

Arijit Singh Viral Video: রক্ত মাংসের মানুষ, রাগ-অভিমান করা তো স্বাভাবিক প্রবৃত্তি। তেমনই এক সময়ে অরিজিতের একটি অচেনা দিক দেখেছিলেন তাঁর ভক্তরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: সদা হাসি তাঁর মুখে। নরম স্বরে কথা। গান গাওয়ার সময়ে সকলের মন মাজিয়ে দেওয়া। অরিজিৎ সিংকে তো মানুষ এমন ভাবেই চিনেছেন। শুধু তা-ই নয়, মুর্শিদাবাদের জিয়াগঞ্জের ছেলে তাঁর জন্মস্থানে মানব কল্যাণমূলক কাজ করে চলেছেন, তাতে আরওই তাঁর প্রতি শ্রদ্ধা বেড়ে যায় মানুষের। কিন্তু রক্ত মাংসের মানুষ, রাগ-অভিমান করা তো স্বাভাবিক প্রবৃত্তি। তেমনই এক সময়ে অরিজিতের একটি অচেনা দিক দেখেছিলেন তাঁর ভক্তরা।
advertisement

আরও পড়ুন: গ্র্যান্ড বিয়ে থেকে ডিভোর্সের গুজব! টলি নায়িকা শিরোনামেই, ছবিতে খুদেকে চিনতে পারছেন কি

আরও পড়ুন: সত্যিই দেশি গার্লের কন্যা! মালতী কীভাবে পনির খায় জানেন? জানালেন খোদ প্রিয়াঙ্কা

২০১৮ সালে অরিজিতের একটি লাইভ কনসার্টের ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়েছিল নেটদুনিয়ায়। কী দেখা যায় সেখানে? ‘নাদান পরিন্দে’ গানটি গাইছেন অরিজিৎ। মাইকটি বারবার নড়ে যাওয়ায় গাইতে অসুবিধা হচ্ছিল তাঁর। আচমকা গান থামিয়ে চিৎকার করে বলে ওঠেন, ‘‘মাইকটা ঠিক করো কেউ!’’ সঙ্গে মুখ দিয়ে গালিগালাজও বেরিয়ে পড়ে।

advertisement

চমকে উঠেছিলেন শ্রোতারা। অরিজিৎকে যে রূপে সর্বদা দেখা যায়, এ তো তার থেকে সম্পূর্ণ উল্টো চেহারা! কিন্তু এ কথা স্পষ্ট যে, তাঁর গান বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিল প্রযুক্তিগত কারণে। মন খুলে গাইতে পারছিলেন না। এই মাইক চালানোর পর তিনি আবার মন দিয়ে গান গাইতে শুরু করেন বাঙালি গায়ক।

advertisement

কিন্তু নেটিজেনদের তরফে প্রবল কটাক্ষের মুখে পড়তে হয় তাঁকে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করে ব্যঙ্গ, নিন্দা, উপহাস করা হয় অরিজিৎ। কিন্তু এখন সেই অরিজিতের জন্য আজ কত মানুষ কত ধরনের সুযোগ সুবিধা পেয়েছেন, তার ইয়ত্তা নেই।

বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Viral Video: মঞ্চে গান থামিয়ে চিৎকার, গালিগালাজ! অরিজিতের এই রূপে হতবাক ভক্তরা, ভাইরাল ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল