TRENDING:

Arijit Singh Heshel: অরিজিৎ সিং-এর সিদ্ধান্তে মন ভারাক্রান্ত হেঁসেলে আসা ছাত্র ছাত্রীদের

Last Updated:

বুধবার দুপুর হতেই পর্যটক থেকে ছাত্র ছাত্রীরা আসতে থাকেন এই হেঁসেলে। হেঁসেলের কর্মচারী থেকে ছাত্র ছাত্রীরা সকলেই জানিয়েছেন, তিনি আবার ফিরে আসুন প্লে ব্যাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জিয়াগঞ্জ: ঘড়ির কাঁটা তখন মঙ্গলবার রাত সাড়ে আটটার ঘর ছুঁইছুঁই। হঠাৎই সোশ্যাল মিডিয়া তোলপাড় করে এল সেই হৃদয় বিদারক খবর। কয়েক মিনিটের মধ্যেই পড়ে গেল হাজারও কমেন্টস। অনেকের পক্ষে এই খবর সত্যিই মেনে নেওয়া সম্ভব ছিল না। তাদের কাছে তখনও সেই খবরের সত্যতা নিয়ে ছিল প্রশ্ন । যাঁর গানে আচ্ছন্ন হয়ে রয়েছে গোটা যুবসমাজ সেই অরিজিৎ সিং এবার অবসর নিতে চলেছেন ‘প্লেব্যাক সিঙ্গিং’ থেকে।
advertisement

জিয়াগঞ্জ শহরেই বেসরকারি পলিটেকনিক কলেজের পাশেই অবস্থিত তাঁর পরিবারের পরিচালিত করা রেস্টুরেন্ট হেঁসেল। বুধবার দুপুর হতেই পর্যটক থেকে ছাত্র ছাত্রীরা আসতে থাকেন এই হেঁসেলে। হেঁসেলের কর্মচারী থেকে ছাত্র ছাত্রীরা সকলেই জানিয়েছেন, তিনি আবার ফিরে আসুন প্লে ব্যাকে। দৈনন্দিন দুপুরে ছাত্র-ছাত্রীদের জন্য ৪০টাকায় থাকে থালি। যে খাবার খেতে ভিড় জমান ছাত্র ছাত্রীরা। খাওয়া শেষ করেই তারা জানিয়েছেন, আমরা আবার চাই আমাদের প্রীয় সমুদা গানের প্লে ব্যাকের মধ্যে ফিরে আসুন।

advertisement

আরও পড়ুনArijit Singh House at Jiaganj: ট্যুরিস্টদের হট ফেভারিট, জিয়াগঞ্জে অরিজিৎ সিং-এর বাড়ি, এতটা সাধারণ আপনি ভাবতেও পারবেন না, রইল ছবি

দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতেও যাঁর গান শোনার জন্য আপামর শ্রোতা অধীর আগ্রহে অপেক্ষা করেন তাঁরা ভাবতেও পারছিলেন না ‘কেসরিয়া’, ‘বিনতে দিল’, ‘হাওয়ায়েঁ’, ‘আজ কি রাত’ -এর মতো মন ছুঁয়ে যাওয়া গানের মতো নতুন কোনও সিনেমার গান তাঁরা  তাঁদের প্রিয় গায়কের কন্ঠে আর শুনতে পাবেন না। নিজের এক্স হ্যান্ডেলে গায়ক স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন করে ‘প্লে ব্যাক’ গানের আর কোনও অ্যাসাইনমেন্ট তিনি আর নেবেন না। নিজের সমাজমাধ্যমের পাতায় অরিজিৎ লিখেছেন,  “ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল জার্নি।”

advertisement

View More

ভক্তদের ভালবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, এবার অন্য গায়কদের সুযোগ দিতে চান, নিজের মতো করে নতুন সুর সৃষ্টি করতে চান, ক্লাসিক্যাল মিউজিকের কাছে ফিরতে চান । লাইভ শো, কনসার্ট, ইন্ডিপেন্ডেন্ট গান চালিয়ে যাবেন, কিন্তু সিনেমার প্লেব্যাক আর নয়।

আরও পড়ুনArijit Singh News: প্লে ব্যাক ছাড়ছেন অরিজিৎ সিং! মন খারাপ জিয়াগঞ্জবাসীর, কী চাইছেন এলাকাবাসী জানেন!

advertisement

কিন্তু মুর্শিদাবাদের ছোট্ট শহর জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ খুশি তাঁর এই স্বল্প সময়ের প্লেব্য্যাক কেরিয়ার নিয়ে। তবে যে শহর প্রথম তাঁর গান শুনেছিল, প্রথম প্রশংসা করেছিল সেই শহরবাসীর মন কিন্তু আজ সবচেয়ে খারাপ। কারণ তাঁর হঠাৎ ‘অবসরের’ সিদ্ধান্তকে কিছুতেই মেনে নিতে পারছেন না জেলাবাসী। জিয়াগঞ্জের রাস্তায় আজ যেন এক অদ্ভুত শূন্যতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরিজিৎ সিং-এর সিদ্ধান্তে মন ভারাক্রান্ত হেঁসেলে আসা ছাত্র ছাত্রীদের
আরও দেখুন

কৌশিক অধিকারী

Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Arijit Singh Heshel: অরিজিৎ সিং-এর সিদ্ধান্তে মন ভারাক্রান্ত হেঁসেলে আসা ছাত্র ছাত্রীদের
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল