Arijit Singh News: প্লে ব্যাক ছাড়ছেন অরিজিৎ সিং! মন খারাপ জিয়াগঞ্জবাসীর, কী চাইছেন এলাকাবাসী জানেন!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Arijit Singh News: চা বিক্রেতা থেকে অরিজিৎয়ের বন্ধু অনুগামী সকলেরই এখন মন ভারাক্রান্ত।
জিয়াগঞ্জ: প্লে ব্যাক ছাড়ছেন জিয়াগঞ্জ শহরের ছেলে সোমু অর্থাৎ গায়ক অরিজিৎ সিং। যা ইতিমধ্যেই ঘোষণা করে ফেসবুক ও এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন খোদ অরিজিৎ সিং নিজেই। ২৯ মিলিয়ন ফলোয়ার্স আছে অরিজিৎয়ের। আর তিনি প্লেব্যাক সিঙ্গার হিসেবে কাজ করবেন না, তা ঘোষণা করতেই এখন মন খারাপের সুর অরিজিৎ সিংয়ের শহর জিয়াগঞ্জবাসীর মধ্যে।
চা বিক্রেতা থেকে অরিজিৎয়ের বন্ধু অনুগামী সকলেরই এখন মন ভারাক্রান্ত। কেন এমন সিদ্ধান্ত তিনি নিলেন, তাও বুঝছে উঠতে পারছেন না অরিজিৎ অনুগামীরা। ছবিতে গান না গাইলেও, সঙ্গীতের সাধনা এবং সঙ্গীত সৃষ্টির কাজ থেকে তিনি সরবেন না বলে স্পষ্টতই জানিয়েছেন অরিজিৎ।
তিনি লিখেছেন, ‘পরিষ্কার বলছি, সঙ্গীতের কাজ বন্ধ করছি না’। কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি, এক অনুরাগী জানতে চান তাঁর কাছে। উত্তরে হেসেই উড়িয়ে দেন অরিজিৎ। তবে আপাতত যে কাজগুলি হাতে রয়েছে, তা শেষ করবেন বলে জানান তিনি।
advertisement
advertisement
অরিজিৎ সিংয়ের পাড়ার লোকজন জানিয়েছেন, ”আমরা শুনেছি। তবে এমন ঘটনা যে ঘটবে তা বুঝিনি। তবে হঠাৎই এই সিদ্ধান্তে আমরাও ভারাক্রান্ত। তিনি আবার গানের জগতে প্লে ব্যাকে ফিরে আসুন।”
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 28, 2026 1:32 PM IST










